UNDP’র লক্ষ্য ও উদ্দেশ্য কি?

উত্তর : ভূমিকা ঃ জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা UNDP জাতিসংঘের এমন একটি সংস্থা যা বিশ্বের উন্নয়নে সহায়তা প্রদান করে থাকে। এ সংস্থাটি বিশ্বের প্রতিটি দেশের মানব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে কাজ করে। এ সংস্থা মানব উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। যার ফলে এ সংস্থাটি বিশ্বব্যাপী অনবদ্য ভূমিকা
পালন করে চলছে।
→ UNDP-‘র লক্ষ্য ও উদ্দেশ্য ৪ টেকসই মানব উন্নয়নের লক্ষ্যে ৬টি অগ্রাধিকারমূলক ক্ষেত্রে বিশ্বের প্রতিটি দেশের সমর্থন গড়ে তোলাই ইউএনডিপির লক্ষ্য। UNDP’র ৬টি লক্ষ্য নিম্নে তুলে ধরা হলো :
১. দারিদ্র্য বিমোচন;
২. তৃণমূল পর্যায়ে উন্নয়ন;
৩. পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ উন্নয়ন;
৪. ব্যবস্থাপনা উন্নয়ন, উন্নয়নশীল দেশসমূহের মধ্যে কারিগরি সহায়তা;
৫. প্রযুক্তি হস্তান্তর ও গ্রহণ;
৬. উন্নয়নে নারী সমাজ।
পিউপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এ সংস্থাটি বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশেষ ভূমিকা পালন করে। যার ফলশ্রুতিতে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ সকল লক্ষ্য ও উদ্দেশ্য অনস্বীকার্য।