UNDP কি?

উত্তর ঃ ভূমিকা ঃ জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হচ্ছে UNDP। যা বিশ্বের উন্নয়ন সহায়তায় ব্যাপক ভূমিকা রাখে। বিশ্বের প্রতিটি দেশের মানব উন্নয়নকে কেন্দ্র করে এটি পরিচালিত হয়ে থাকে। জাতিসমূহের মধ্যে আর্থিক ও কারিগরি সাহায্য দিয়ে বিশ্বব্যাপী উন্নয়নে এক বৃহৎ সংস্থা হচ্ছে ইউএনডিপি।
UNDP’র পরিচয় ঃ ইউএনডিপি বা United Nations Development Programme সংক্ষেপে UNDP। ১৯৬৫ সালের ২ নভেম্বর জাতিসংঘের বিশেষ তহবিল (UBSF) সমন্বিত করে UNDP গঠিত হয়। ৪৮ জন সদস্য নিয়ে এর পরিচালনা পরিষদ গঠিত। জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক পরিষদ (ECOSOC) সদস্যদের নির্বাচিত করে। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে উন্নয়নশীল দেশসমূহ থেকে ২৭ জন ও উন্নত দেশসমূহ হতে ২১ জন সদস্য নির্বাচিত করা হয়। এ সংস্থার প্রধান হচ্ছেন প্রশাসক। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত। সমাজকর্ম অভিধানের সংজ্ঞানুযায়ী, “UNDP is established by the UN in 1965 to help nations maximize their natural resources by providing expertise and resources.”
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, UNDP জাতিসংঘের একটি অন্যতম বিশেষায়িত সংস্থা। এ সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্বব্যাপী ব্যাপক ও বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে। জাতিসমূহের মধ্যে আর্থিক ও কারিগরি সাহায্য দিয়ে বিশ্বব্যাপী উন্নয়নের এক বৃহৎ সংস্থা হলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি।

UNDP কি?

উত্তর ঃ ভূমিকা ঃ জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হচ্ছে UNDP। যা বিশ্বের উন্নয়ন সহায়তায় ব্যাপক ভূমিকা রাখে। বিশ্বের প্রতিটি দেশের মানব উন্নয়নকে কেন্দ্র করে এটি পরিচালিত হয়ে থাকে। জাতিসমূহের মধ্যে আর্থিক ও কারিগরি সাহায্য দিয়ে বিশ্বব্যাপী উন্নয়নে এক বৃহৎ সংস্থা হচ্ছে ইউএনডিপি।
UNDP’র পরিচয় ঃ ইউএনডিপি বা United Nations Development Programme সংক্ষেপে UNDP। ১৯৬৫ সালের ২ নভেম্বর জাতিসংঘের বিশেষ তহবিল (UBSF) সমন্বিত করে UNDP গঠিত হয়। ৪৮ জন সদস্য নিয়ে এর পরিচালনা পরিষদ গঠিত। জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক পরিষদ (ECOSOC) সদস্যদের নির্বাচিত করে। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে উন্নয়নশীল দেশসমূহ থেকে ২৭ জন ও উন্নত দেশসমূহ হতে ২১ জন সদস্য নির্বাচিত করা হয়। এ সংস্থার প্রধান হচ্ছেন প্রশাসক। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত। সমাজকর্ম অভিধানের সংজ্ঞানুযায়ী, “UNDP is established by the UN in 1965 to help nations maximize their natural resources by providing expertise and resources.”
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, UNDP জাতিসংঘের একটি অন্যতম বিশেষায়িত সংস্থা। এ সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্বব্যাপী ব্যাপক ও বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করে। জাতিসমূহের মধ্যে আর্থিক ও কারিগরি সাহায্য দিয়ে বিশ্বব্যাপী উন্নয়নের এক বৃহৎ সংস্থা হলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি।