UNFPA বলতে কি বুঝ?

উত্তর ঃ ভূমিকা ঃ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ নামক আন্তর্জাতিক সংস্থার জন্ম হয়। জাতিসংঘের কার্যক্রম
পরিচালনার জন্য অনেক বিশেষায়িত সংস্থা কাজ করে। UNFPA তেমনি জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহের মধ্যে অন্যতম বিশেষায়িত সংস্থা। ১৯৬৯ সালে সাধারণ পরিষদের উদ্যোগে জনসংখ্যার ক্ষেত্রে সহায়তা দানকারী বৃহত্তম সংস্থা UNFPA I
UNFPA এর পরিচয় ঃ UNFPA জাতিসংঘের একটি অন্যতম বিশেষায়িত সংস্থা। এর পূর্ণরূপ হলোঃ United Nations Fund For Population Activities. জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রম তহবিল বা UNFPA |
বিশ্বব্যাপী জনসংখ্যা বিস্ফোরণের ভয়াবহতা উপলব্ধি করে জনসংখ্যা কার্যক্রমে কার্যকরী সহায়তা দানের উদ্দেশ্যেই এ তহবিল গঠন করা হয়। ১৯৬৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের জনসংখ্যা কার্যক্রমের কারিগরি সহায়তাদানের উদ্দেশ্যে একটি প্রস্তাবনা রাখা হয়। সাধারণ পরিষদে প্রস্তাবের ভিত্তিতে প্রথমেই ট্রাস্ট ফান্ড Trust Fund (TF) নামে
একটি তহবিল গঠন করা হয়। পরবর্তীতে ১৯৬৯ সালে এই তহবিলের নাম পরিবর্তন করে রাখা হয় United Nations Fund For Population Activities বা জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রম তহবিল বা UNFPA। এটিকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে একটি বিশেষায়িত সংস্থার মর্যাদা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের (USA) নিউইয়র্কে এ সদর দপ্তর অবস্থিত। : ক
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহের মধ্যে UNFPA একটি অন্যতম বিশেষায়িত সংস্থা। প্রতিষ্ঠালগ্ন থেকে UNFPA বিশ্বে সকল জনসাধারণের অধিকার প্রতিষ্ঠায় ও জনসংখ্যা বিষয়ক জ্ঞান প্রদানে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে।

UNFPA বলতে কি বুঝ?

উত্তর ঃ ভূমিকা ঃ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ নামক আন্তর্জাতিক সংস্থার জন্ম হয়। জাতিসংঘের কার্যক্রম
পরিচালনার জন্য অনেক বিশেষায়িত সংস্থা কাজ করে। UNFPA তেমনি জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহের মধ্যে অন্যতম বিশেষায়িত সংস্থা। ১৯৬৯ সালে সাধারণ পরিষদের উদ্যোগে জনসংখ্যার ক্ষেত্রে সহায়তা দানকারী বৃহত্তম সংস্থা UNFPA I
UNFPA এর পরিচয় ঃ UNFPA জাতিসংঘের একটি অন্যতম বিশেষায়িত সংস্থা। এর পূর্ণরূপ হলোঃ United Nations Fund For Population Activities. জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রম তহবিল বা UNFPA |
বিশ্বব্যাপী জনসংখ্যা বিস্ফোরণের ভয়াবহতা উপলব্ধি করে জনসংখ্যা কার্যক্রমে কার্যকরী সহায়তা দানের উদ্দেশ্যেই এ তহবিল গঠন করা হয়। ১৯৬৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের জনসংখ্যা কার্যক্রমের কারিগরি সহায়তাদানের উদ্দেশ্যে একটি প্রস্তাবনা রাখা হয়। সাধারণ পরিষদে প্রস্তাবের ভিত্তিতে প্রথমেই ট্রাস্ট ফান্ড Trust Fund (TF) নামে
একটি তহবিল গঠন করা হয়। পরবর্তীতে ১৯৬৯ সালে এই তহবিলের নাম পরিবর্তন করে রাখা হয় United Nations Fund For Population Activities বা জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রম তহবিল বা UNFPA। এটিকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে একটি বিশেষায়িত সংস্থার মর্যাদা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের (USA) নিউইয়র্কে এ সদর দপ্তর অবস্থিত। : ক
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহের মধ্যে UNFPA একটি অন্যতম বিশেষায়িত সংস্থা। প্রতিষ্ঠালগ্ন থেকে UNFPA বিশ্বে সকল জনসাধারণের অধিকার প্রতিষ্ঠায় ও জনসংখ্যা বিষয়ক জ্ঞান প্রদানে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে।