বিশ্ব স্বাস্থ্য সংস্থার উল্লেখযোগ্য অবদান লিখ।

উত্তর ঃ ভূমিকা ঃ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, বিশ্ব সমস্যার সমাধান ও উন্নয়নের লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘর বিশেষায়িত সংস্থা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ অবদান রেখে চলছে। বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্য সমস্যা সমাধান, উপযুক্ত চিকিৎসা প্রদান ও অন্যান্যে ক্ষেত্রে এ অবদান দিন দিন প্রসারিত হচ্ছে।
→ বিশ্ব স্বাস্থ্য সংস্থার উল্লেখযোগ্য অবদানসমূহ ঃ নিম্নে WHO-এর উল্লেখযোগ্য অবদানসমূহ তুলে ধরা হলো ঃ
১. পোলিও নির্মূল ।
২. এইডস নির্মূল।
৩. গুটিকবসন্ত নির্মূল।
৪. ছয়টি রোগের টিকা প্রদান।
৫. সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ।
৬. ঔষুধ আবিষ্কার ও গবেষণা।
৭. টিকা আবিষ্কার ।
৮. শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান।
৯. মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন।
(gldas Aditi binoW) Fi
১০. পানীয় জল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা।
১১. স্বাস্থ্য নীতি প্রণয়ন।
১২. স্বাস্থ্য সেবা সম্প্রসারণ।
১৩. স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি।
উপসংহার ৪ পরিশেষে বলা যায় যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী সফলতার সাথে স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলছে। এ সংস্থার অবদানের ফলে আজ বিশ্বের জনগণ অনেকটা স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে সক্ষম হয়েছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবদান অপরিসীম।