বিশ্ব স্বাস্থ্য সংস্থার কি কি কার্যাবলি রয়েছে উল্লেখ কর।

উত্তর ঃ ভূমিকা ঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠাকাল থেকেই এর লক্ষ্য অর্জনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, নির্বিশেষে প্রত্যেক মানুষের সুস্বাস্থ্য রক্ষার জন্য WHO -এর প্রচেষ্টা অব্যাহত। স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রাখছে এমন প্রতিষ্ঠানগুলোর সর্ববৃহৎ সংস্থা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার কার্যক্রম পরিচালনা করে চলছে।
→ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যাবলি ঃ স্বাস্থ্য ক্ষেত্রে সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসেবে সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সকল কার্যক্রম পরিচালনা করে থাকে সেগুলো হলো :
১. বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিস্তার প্রতিরোধ।
২. সদস্য রাষ্ট্রকে স্বাস্থ্য নীতি প্রণয়নে ও এ সংক্রান্ত কর্মসূচি পরিচালনায় সহায়তা প্রদান ।
৩. বিভিন্ন দেশে স্বাস্থ্য ব্যবস্থা মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ প্রেরণ।
৪. সাধারণত জনগণের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য, সভা, সেমিনার আলোচনা অনুষ্ঠান এবং স্বাস্থ্য বিষয়ক প্রকাশনা ।
৫. স্বাস্থ্য বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নয়নে সদস্য রাষ্ট্রগুলোকে সাহায্য সহযোগিতা প্রদান ।
৬. ওষুধ উৎপাদনে সদস্য দেশগুলোকে সহায়তা এবং মান বজায় রাখার জন্য ব্যবস্থা গ্রহণ ।
৭. জনস্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ, ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা ও প্রতিবেদন প্রকাশ।
৮. প্রজনন স্বাস্থ্য সংরক্ষণ এবং মাতৃ ও শিশুমৃত্যু রোধে প্রয়োজনীয় ব্যবস্থা।
৯. মহামারী প্রতিরোধকল্পে দেশসমূহের সহযোগিতা বৃদ্ধি।
১০. মানসিক সুস্থতা বজায় রাখার ব্যবস্থা করা।
১১. ইউনিসেফ এর যৌথভাবে প্রতিরোধক্ষম ৬টি মারাত্মক রোগ প্রতিরোধের দায়িত্ব পালন করে।
১২. প্রজনন স্বাস্থ্য রক্ষা ও নিরাপদ মাতৃত্বের জন্য বিশ্বজুড়ে প্রচার প্রচারণাসহ সদস্য রাষ্ট্রসমূহকে সহায়তা প্রদান করে।
উপসংহার. পরিশেষে বলা যায় যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী স্বাস্থ্য উন্নয়ন ও কর্মসূচি সম্প্রসারণে বেশ তৎপর। সুস্বাস্থ্য সংরক্ষণ থেকে শুরু করে পরিবেশ উন্নয়ন, জনস্বাস্থ্য সংরক্ষণ ও বিকাশ, সমন্বয় সাধন এ সংস্থার সাফল্যের নজির বিদ্যমান।