সামাজিক নীতি বিশ্লেষণের ধাপসমূহ উল্লেখ কর।

উত্তর ঃ ভূমিকা ঃ নীতি বিশ্লেষণ বলতে এমন কার্যক্রমকে বুঝায় যা সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের পর্যায়সমূহ বর্ণনা করে। নীতি বিশ্লেষণ একটি গবেষণালব্ধ বিষয়। নীতি বিশ্লেষণের মাধ্যমে সামাজিক নীতি প্রণয়নের প্রক্রিয়া গ্রহণ করা হয় । নীতি বিশ্লেষণ করে মূল্যায়নের ব্যবস্থা করা হয়। এই নীতি বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন সমাজে
বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজনীয়তা দেখা দেয়।
→ সামাজিক নীতি বিশ্লেষণের ধাপসমূহ ঃ সামাজিক নীতি বিশ্লেষণে যে সব ধাপসমূহ গুরুত্বপূর্ণ এ সব ধাপ ব্যতিরেখে সামাজিক নীতি বিশ্লেষণ সম্ভব নয়। নিম্নে সে গুলো তুলে ধরা হলো-
১. উদ্দেশ্য নির্ধারণ ঃ সামাজিক নীতি বিশ্লেষণ প্রথম পর্যায়ে বা ধাপে সুনির্দিষ্ট উদ্দেশ্য স্থির করতে হয়। উদ্দেশ্য বা লক্ষ্য অনুযায়ী নীতি বিশ্লেষণ করা হয়।
২. অনুসন্ধান ও নকশায়ন ৪ উদ্দেশ্য নির্ধারণের পর নীতি সমূহের বিকল্প হতে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানের ক্ষেত্রে বিকল্পসমূহের সুবিধা-অসুবিধা যাচাই করা হয়ে থাকে। অনুসন্ধানের পর বিকল্পসমূহকে ধাপে ধাপে নকশায়ন করা হয়।
৩. উপাত্ত সংগ্রহ ৪ নীতি বিশ্লেষণ করতে গিয়ে উপাত্তের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই নীতি বিশ্লেষণে বাস্ত বভিত্তিক তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়ে থাকে।
৪. মডেল গঠন ও যাচাই করণ ঃ এপর্যায়ে মডেল গঠন করা হয় এবং তা যাচাই করণ করা হয়।
৫. সম্ভাব্যতা সমীক্ষা ও সম্ভাব্যতা সমীক্ষার ক্ষেত্রে বিকল্পসমূহের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়।
৬. ফলাফল মূল্যায়ন ঃ এপর্যায়ে ফলাফল মূল্যায়ন করা হয়। এখানে নীতির ফলাফলের নিমিত্তে খরচ দেখানো হয়ে থাকে।
৭. ফলাফল বিশ্লেষণ ঃ এ পর্যায়ে ফলাফল বিশ্লেষণ করা হয়ে থাকে। এটি একটি অতি প্রয়োজনীয় স্তর বা ধাপ।
৮. অনুমান ও প্রশ্ন ঃ এখানে সামাজিক নীতি সম্পর্কে প্রশ্ন করা হয় এবং যুক্তিসঙ্গত প্রশ্ন করা হয়ে থাকে।
৯. বিকল্পসমূহ উন্মুক্ত করাঃ এ পর্যায়ে নতুন বিকল্পসমূহ উন্মুক্ত করা হয়ে থাকে।
১০. ব্যাখ্যা করণ ঃ এপর্যায়ে সমস্যাসমূহের ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে। যাতে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি না হয়।
উপসংহার। পরিশেষে বলা যায় যে, এই নীতি বিশ্লেষণ পদ্ধতিতে লাভ-ব্যয়ের হিসাবকে প্রাধান্য দেয়া হয়। এই পদ্ধতির মাধ্যমে সামাজিক নীতির মূল্যায়ন করা হয়। এখানে সামাজিক নীতি সংখ্যাতাত্ত্বিকভাবে পরিমাপ করা হয়ে থাকে। এই পদ্ধতির মূল লক্ষ্যই হলো ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বৃদ্ধি করা।