উত্তর ঃ ভূমিকা ঃ সামাজিক নীতি সমাজস্থ মানুষের অনুভূত প্রয়োজনের ভিত্তিতে তাদের কল্যাণে সরকার কর্তৃক গৃহীত হয়। সমাজের সাথে সংশ্লিষ্ট এসব নীতিগুলো সমাজের প্রথা ও মূল্যবোধের প্রেক্ষিতে প্রণীত হয়ে থাকে। সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্রে এ সকল উপাদানগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে।
→ সামাজিক নীতির নির্ধারকসমূহ ঃ সামাজিক নীতির নির্ধারকসমূহ সামাজিক নীতি বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করে। সামাজিক নীতি বাস্তবায়নে সামাজিক নির্ধারকসমূহ অতিগুরুত্বপূর্ণ। নিম্নে সামাজিক নীতির নির্ধারকসমূহ আলোচনা করা হলো :
১. অর্থনৈতিক উপাদান ঃ অর্থনৈতিক উপাদান তথা অর্থনৈতিক অবকাঠামো, মাথাপিছু আয় প্রাপ্ত সম্পদ, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করে।
২. রাজনৈতিক উপাদান : নীতি প্রণয়নে রাজনৈতিক উপাদান তাৎপর্যপূর্ণ, রাজনৈতিক মতাদর্শ, শাসনতন্ত্র, সরকারের দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব ইত্যাদির প্রতিফলন ঘটে সামাজিক নীতিতে। আর এজন্যই এক এক দেশের সামাজিক নীতি প্রণয়নের ধরন এক এক রকম।
৩. সাংস্কৃতিক উপাদান ঃ সামাজিক নীতি প্রণয়নে দেশজ সংস্কৃতি উপাদান যেমন ঐতিহ্যগত জীবনধারা, মূল্যবোধ দৃষ্টিভঙ্গি, ধ্যান-ধারণা ইত্যাদির প্রতিফলন না ঘটলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাতে অংশ গ্রহণ করে না।
৪. পারিবারিক কাঠামো ঃ সমাজের সকল মানুষ কোনো না কোনো পরিবারের সদস্য। তাই সামাজিক নীতিতে পরিবারের প্রভাব পড়ে। কারণ আমরা কেউ পরিবারের বাইরে নই। এটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সামাজিক নীতিতে পরিবারের প্রভাব অপরিসীম।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, একটি সুষ্ঠু ও ফলপ্রসূ সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্রে উল্লেখিত উপাদানগুলো গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। এসব উপাদানসমূহের সাথে সামঞ্জস্য বজায় রেখেই একটি সমাজ বা রাষ্ট্রের সামাজিক নীতি প্রণয়ন করতে হয়। নতুবা তা বাস্তবে কার্যকরী হবে না।