ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ইতিহাস শব্দের ইংরেজি প্রতিশব্দ ‘History’ কোন ভাষার শব্দ?
উত্তর: ইতিহাস শব্দের ইংরেজি প্রতিশব্দ ‘History’ গ্রিক ভাষার শব্দ।
ইতিহাস শব্দের আভিধানিক অর্থ কী?
উত্তর: ইতিহাস শব্দের আভিধানিক অর্থ পুরাবৃত্ত, ইতিবৃত্ত বা প্রাচীন বৃত্তান্ত ।
ইতিহাস বা History শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : ইতিহাস বা History শব্দটি সর্বপ্রথম গ্রিক ইতিহাসবিদ হিরোডোটাস ব্যবহার করেন।
বাংলা ‘ইতিহাস’ শব্দটি এসেছে-
উত্তর : বাংলা ‘ইতিহাস’ শব্দটি সংস্কৃত শব্দ ‘ইতিহ’ থেকে এসেছে।
ইতিহাসের জনক কে?
উত্তর : ইতিহাসের জনক হিরোডোটাস।
“যা কিছু ঘটে তাই ইতিহাস।”- উক্তিটি কোন ঐতিহাসিকের?
উত্তর : উক্তিটি ড. জনসনের।
“ইতিহাস হলো মানবসমাজের অতীত কার্যাবলির বিবরণ।”- উক্তিটি কার?
উত্তর : উক্তিটি ড. রমেশ চন্দ্র মজুমদারের।
“ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ।”- উক্তিটি কার?
উত্তর : উক্তিটি ঐতিহাসিক ই. এইচ. কারের।
“সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে অতীতের দলিলপত্রাদি পরীক্ষা করে মানবসমাজের রচিত অতীত কাহিনী ইতিহাস।”- উক্তিটি কার?
উত্তর : উক্তিটি ঐতিহাসিক হিলের।
কোন ঐতিহাসিক প্রথম ইতিহাসকে স্বায়ত্তশাসিত জ্ঞানবিজ্ঞানের শাখা বলে মনে করেছেন এবং দার্শনিকদের মধ্যে
ইতিহাসের প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গির সৃষ্টি করেছেন?
উত্তর : ঐতিহাসিক আর. জি. কলিংউড প্রথম ইতিহাসকে স্বায়ত্তশাসিত জ্ঞানবিজ্ঞানের শাখা বলে মনে করেছেন এবং
দার্শনিকদের মধ্যে ইতিহাসের প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গির সৃষ্টি করেছেন।
কলিংউড ইতিহাস বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরদানকারীর কয়টি যোগ্যতার কথা উল্লেখ করেছেন?
উত্তর : কলিংউড ইতিহাস বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরদানকারীর দুটি যোগ্যতার কথা উল্লেখ করেছেন।
‘Res Gestae’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Res Gestae’ শব্দের অর্থ মানুষের অতীত কর্মকাণ্ড।
ইতিহাসের জনক হেরোডোটাস ছিলেন-
উত্তর : ইতিহাসের জনক হিরোডোটাস ছিলেন গ্রিকের অধিবাসী।
উত্তর : ইতিহাস হলো- ইতিহাস হলো এমন একটি অভিজ্ঞান যাতে প্রচলিত কালপঞ্জি অনুযায়ী মানবসমাজের ঘটনাবলি বিধৃত হয়।
ইতিহাস রচনার উপাদান সাধারণত কয় ভাগে বিভক্ত?
উত্তর : ইতিহাস রচনার উপাদান সাধারণত দু’ভাগে বিভক্ত।
ইতিহাস রচনার উপাদান হলো- ইতিহাস রচনার উপাদান হলো লিখিত ও অলিখিত।
ইতিহাসের লিখিত উপাদানের নাম কী?
উত্তর : ইতিহাসের লিখিত উপাদানের নাম নথিপত্র।
ইতিহাসের অলিখিত উপাদানের নাম কী?
উত্তর : ইতিহাসের অলিখিত উপাদানের স্মৃতিস্তম্ভ।
ইতিহাসের বিষয়বস্তু হলো- ইতিহাসের বিষয়বস্তু হলো মানুষ।
ইতিহাস আমাদের কোন ধরনের জ্ঞান দান করে-
উত্তর : ইতিহাস আমাদের অতীত সম্পর্কে জ্ঞানদান করে।
ইতিহাসের মুখ্য বিষয় কী?
উত্তর : ইতিহাসের মুখ্য বিষয় মানুষের সাফল্যের, ব্যর্থতার ও কর্মকাণ্ডের যুক্তি ও সত্যনির্ভর অনুসন্ধান।
ইতিহাস পদবাচ্য হলো-
উত্তর : ইতিহাস পদবাচ্য হলো সমাজের সাথে সম্পর্কিত তাৎপর্যপূর্ণ ঘটনা।
ইতিহাস ও ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠে কী?
উত্তর :ইতিহাস ও ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠে জাতীয়তাবোধ।
ইতিহাস পাঠ কী জাগ্রত করে?
উত্তর : ইতিহাস পাঠ চেতনাবোধ জাগ্রত করে।
ইতিহাস পাঠের মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি?
উত্তর : ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানব সভ্যতার বিবর্তন, অগ্রগতি, রাজনৈতিক ইতিহাস সম্পর্কে উপকৃত হতে পারি।
ইতিহাস পাঠে মানুষ উদ্দীপিত হয়-
উত্তর : ইতিহাস পাঠে মানুষ উদ্দীপিত হয় ঐতিহ্য অনুসন্ধানে।
ইতিহাস পাঠের মাধ্যমে আমরা কোন ধরনের জ্ঞান লাভ করতে পারি?
উত্তর : ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানবসমাজের কর্মকাণ্ড, চিন্তাচেতনা, জীবনযাত্রার অগ্রগতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি।
ইতিহাসের জ্ঞান কীভাবে রাষ্ট্রীয় জীবনকে সুসংহত করতে ভূমিকা রাখে?
উত্তর : ইতিহাসের জ্ঞান অতীতের ঘটনা তুলে ধরে রাষ্ট্রীয় জীবনকে সুসংহত করতে ভূমিকা রাখে ।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বলতে কী বুঝ?
উত্তর : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস হলো বাংলাদেশের অভ্যন্তরস্থ ১৯৪৭ সাল পরবর্তী সময়কাল থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বিস্তৃত ইতিহাস।
কোন ঐতিহাসিক বাংলাকে ‘নিয়ামতপূর্ণ দোজখ’ বলেছেন?
উত্তর : ঐতিহাসিক ইবনে বতুতা বাংলাকে ‘নিয়ামতপূর্ণ দোজখ’ বলে অভিহিত করেছেন।
ইতিহাসের পরিধি বলতে কী বুঝ?
উত্তর : ইতিহাসের পরিধি বলতে ইতিহাসের কার্যক্ষেত্রের সুবিশাল দিগন্তকে বুঝে থাকি।
বাংলাদেশের ইতিহাসের পরিধি কোন পর্যন্ত বিস্তৃত?
উত্তর : বাংলাদেশের ইতিহাসের পরিধি মূলত বঙ্গভঙ্গ থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ ১৯০৫ সাল থেকে
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশের অবস্থান কোথায়?
উত্তর : দক্ষিণ এশিয়ার ভারত ও মায়ানমার এর নিকটবর্তী।
বাংলাদেশের আয়তন কত?
উত্তর : ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।
আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ৯৩তম।
বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত?
উত্তর : ৫,১৩৮ কিলোমিটার।
বাংলাদেশের স্থলসীমা কত?
উত্তর : ৪,৪২৭ কিলোমিটার।
বাংলাদেশের আন্তর্জাতিক সমুদ্র সীমা কত?
উত্তর : ২০০ নটিক্যাল মাইল।
বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য কত?
উত্তর : ৭১১ কি. মি.।
বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সাথে সীমানা রয়েছে?
উত্তর : ভারত ও মায়ানমার।
পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হওয়ার অন্যতম কারণ কী?
উত্তর : পূর্ব বাংলার উপর পশ্চিম পাকিস্তানিদের অমানবিক বৈষম্য ও নির্যাতন।
বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি দাও।
উত্তর : বাংলাদেশের বিস্তৃতি ২০°৩৪′ উত্তর অক্ষাংশ হতে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত।
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত?
উত্তর : ২০০ নটিক্যাল মাইল।
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত?
উত্তর : ১২ নটিক্যাল মাইল।
বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য কত?
উত্তর : ৪,১৫৬ কি. মি.।
মায়ানমারের সাথে সীমান্তের দৈর্ঘ্য কত?
উত্তর : ২৭১ কি. মি.।
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
উত্তর : বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩২টি।
ভারত ও মায়ানমারের সাথে বাংলাদেশের কোন জেলা অবস্থিত?
উত্তর : রাঙামাটি।
মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
উত্তর : মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩টি।
ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কয়টি?
উত্তর : ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩০টি।
বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কবে পাকিস্তানি সৈন্যবাহিনী আত্মসমর্পণ করে?
উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
কার কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে?
উত্তর : পাকিস্তানের কাছ থেকে।
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তর : বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি।
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলো কী কী?
উত্তর : পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরাম।
বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ অবস্থিত?
উত্তর : পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়।
বাঙালি জাতীয়তাবাদ কবে চূড়ান্ত রূপ লাভ করে?
উত্তর : ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময়।
সিপাহিবিদ্রোহ কবে সংঘটিত হয়?
উত্তর : ১৮৫৭ সালে।
গঙ্গা নদীর উৎপত্তি কোথায়?
উত্তর : হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ।
ভারত শাসন আইন কবে পাস হয়?
উত্তর : ভারত শাসন আইন ১৯৩৫ সালে পাস হয়।
লাহোর প্রস্তাবের মধ্যে মূল বক্তব্য কী ছিল?
মুসলিমদের নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করা।
কখন ভারতবর্ষ বিভক্ত হয়?
উত্তর : ১৯৪৭ সালে ১৪ ও ১৫ আগস্ট।
বাঙালি জাতীয়তাবাদ কবে থেকে সূচনা হয়?
উত্তর : ১৯০৫ সাল থেকে।
পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রশাসনে কারা ছিল?
উত্তর: অবাঙালি প্রশাসকরা।
ভাষা আন্দোলনে কারা জীবন উৎসর্গ করে?
উত্তর : পূর্ব বাংলার ছাত্রসমাজ।
পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভের অন্যতম কারণ কোনটি?
উত্তর : পূর্ব বাংলার উপর পশ্চিম পাকিস্তানিদের বৈষম্য।
কে ছয়দফা ঘোষণা করেন?
উত্তর : শেখ মুজিবুর রহমান।
ছয়দফার গুরুত্বপূর্ণ দফা কী?
উত্তর : স্বায়ত্তশাসনের দাবি।
কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পৃথিবীতে কয়টি দেশ স্বাধীনতার ঘোষণা করে?
উত্তর : ২টি দেশ।
পৃথিবীতে কোন ২টি দেশ স্বাধীনতা ঘোষণা করে?
উত্তর : যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ।
স্বাধীনতার ঘোষণা কে দেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলার মানুষ স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে কবে থেকে?
উত্তর : ৭ মার্চ ১৯৭১ এর পর থেকে।
৭ মার্চ এর ভাষণ বাঙালি জাতির জন্য কী ছিল?
উত্তর : গ্রিন সিগন্যাল।
স্বাধীনতার ডাক কবে দেওয়া হয়?
উত্তর :৭ মার্চ ১৯৭১।
কবে, কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়?
উত্তর : ২৫ মার্চ রাত ১টা ১০ মিনিটে ।
কত হাজার পাকিস্তানি সৈন্য ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে?
উত্তর : ৯৩ হাজার।
কবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়?
উত্তর : ২৬ মার্চ ১৯৭১ সালে।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সরকার পূর্ব বাংলায় কোন অপারেশন চালিয়েছিল?
উত্তর : অপারেশন সার্চলাইট।
পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন চলে কত দিন?
উত্তর : ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ।
কখন অপারেশন সার্চলাইট শুরু হয়?
উত্তর : রাত ১১টার দিকে।
জহুরুল হক হলের তৎকালীন নাম কী ছিল?
উত্তর : ইকবাল হল।
২৫ মার্চ কালরাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে প্রথমে আক্রমণ করা হয়?
উত্তর : বর্তমান জহুরুল হক হলে।
কত সালে মুজিবনগর সরকার গঠন হয়?
উত্তর :১৯৭১ সালে ১০ এ এপ্রিল।
২৫ মার্চ রাতে মেয়েদের কোন হলে হত্যাযজ্ঞ চলে?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।
মুজিবনগর সরকার কত তারিখে শপথ পাঠ করেন?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।
মেহেরপুরের বৈদ্যনাথতলার নাম ‘মুজিবনগর’ করা হয় কবে?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।
পাকিস্তান কত তারিখে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণহত্যা চালায়?
উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে।
২৫ মার্চ গণহত্যাকে কী নাম দেওয়া হয়?
উত্তর : অপারেশন সার্চলাইট।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর : ১১টি সেক্টরে।
১নং সেক্টর কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল?
উত্তর : চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনীর কিছু অংশ নিয়ে ১নং সেক্টর গঠিত হয়েছিল।
ঢাকা কত নম্বর সেক্টর ছিল?
উত্তর : ঢাকা ২নং সেক্টর ছিল।
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মেজর জিয়াউর রহমান কত নং সেক্টর কমান্ডার ছিলেন?
উত্তর :১নং (চট্টগ্রাম)।
বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।
ঢাকার সেক্টর কমান্ডার কে ছিলেন?
উত্তর : মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দার।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমদ।
মুক্তিবাহিনীকে কত ভাগে ভাগ করা হয়?
উত্তর : দুই ভাগে । নিয়মিত বাহিনী ও অনিয়মিত বাহিনী।
বিগ্রেড ফোর্স গঠিত হয় কিভাবে?
উত্তর : ১১টি সেক্টর ও কিছু সাব সেক্টর নিয়ে।
কত নং সেক্টরে সেক্টর কমান্ডর ছিল না?
উত্তর : ১০ নং সেক্টরে।
যৌথ কমান্ড গঠিত হয় কাদের নিয়ে?
উত্তর : বাংলাদেশ ও ভারতের সৈন্য নিয়ে।
যৌথ কমান্ড কত তারিখে গঠিত হয়?
উত্তর : ২১ নভেম্বর ১৯৭১।
অপারেশন জ্যাকপট’ কারা পরিচালনা করে?
উত্তর : বাংলাদেশের নৌবাহিনী।
কত তারিখে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।
বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
উত্তর : ২৬ মার্চ।
বাংলাদেশের বিজয় দিবস কবে?
উত্তর : ১৬ ডিসেম্বর।
সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় কোন দেশ?
উত্তর : ভারত।
কবে পাকিস্তান বাহিনী বাংলাদেশের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে?
উত্তর : ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর।
পাকিস্তান বাহিনী কোথায় আত্মসমর্পণ করে?
উত্তর : রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)।
আত্মসমর্পণ দলিলে বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন কে?
উত্তর : যৌথ বাহিনীর কমান্ডার লে. জে. জগজিৎ সিং অরোরা।
কে পাকিস্তানের পক্ষ থেকে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে?
উত্তর : লে. জে. আমির আব্দুল্লাহ খান নিয়াজি।
আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর হয় কোন সময়?
উত্তর : বিকেল পৌনে ৫ টায়।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি
প্রশ্ন॥১॥ইতিহাসের সংজ্ঞা দাও ।
প্ৰশ্ন৷৷২৷৷ ইতিহাসের পরিধি ব্যাখ্যা কর।
প্রশ্ন॥৩॥ইতিহাসের পরিধি সম্পর্কে সংক্ষেপে উল্লেখ কর।
প্রশ্ন॥৪॥ইতিহাসের পরিধি আলোচনা কর।
প্রশ্ন॥৫॥ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷৬৷ বাংলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৭॥বাংলা বলতে কোন অঞ্চলকে বুঝায়?
প্রশ্ন॥৯॥ বাংলার জলবায়ুগত অবস্থা বর্ণনা কর।
প্রশ্ন৷১১৷ সংক্ষেপে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস উল্লেখ কর।
প্রশ্ন৷১২৷ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের তিনটি পরিধি উল্লেখ কর।