গণসংখ্যা নিবেশন গুরুত্বপূর্ণ কেন?

অথবা, পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের তাৎপর্য কী?
অথবা, পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের প্রোয়জনীয়তা বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : তথ্যবিশ্বের কোন একটি নির্দিষ্ট শ্রেণীর মধ্যে ঐ তথ্যবিশ্বের যতগুলো মান থাকবে তার সংখ্যাকে ঐ শ্রেণীর গণসংখ্যা বলা হয়। পরিসংখ্যান পদ্ধতিতে এ গণসংখ্যা নিবেশনের ব্যবহার বহুল প্রচলিত। এ প্রক্রিয়ায় সংগৃহীত তথ্যমালাকে সাজানো গোছানো হয় এবং একটি সারণির মাধ্যমে প্রকাশ করা হয়।
গণসংখ্যা নিবেশন পরিসংখ্যানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন : একটি গণসংখ্যা নিবেশনের গুরুত্ব নিম্নে আলোচনা করা হল :
১. গণসংখ্যা নিবেশন প্রক্রিয়ায় তথ্যকে সহজবোধ্য, বোধগম্য ও সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়।

  1. এর শ্রেণীগুলোর গণসংখ্যার আধিক্য দেখে তথ্যসারির কেন্দ্রীয় মানের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়।
  2. এর বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত তথ্যের সাহায্যে তথ্যসারির বিভিন্ন অংশে অন্তর্নিহিত তত্ত্ব সম্বন্ধে ধারণা পাওয়া যায়। ‘এর মাধ্যমে তথ্যাবলিকে সংখ্যাগুলোর ঘটনার ক্রমানুসারে সাজানো হয়, ফলে কম সময় ও কম পরিশ্রমে তথ্য সংগৃহীত হয় ।
    ৬এর সাহায্যে তথ্যকে উপস্থাপন করা হলে তথ্যসারির আকার ও আয়তন ঘনীভূত হয়।
    এর মাধ্যমে বিন্যস্ত তথ্য থেকে প্রাপ্ত তথ্যসারিতে কতকগুলো সংখ্যা আছে তা ঐ অংশের গণসংখ্যা দ্বারা স্পষ্ট হয়ে যায়।
    তথ্যসারির কোন নির্দিষ্ট মানের পূর্বে বা পরে কতকগুলো সংখ্যা আছে তা ঐ নির্দিষ্ট সংখ্যাকে শ্ৰেণী উচ্চসীমা ও নিম্নসীমা ধরে গঠিত গণসংখ্যা নিবেশনের যোজিত গণসংখ্যা দেখে বুঝা যায়।
    ৮. বিভিন্ন সম্ভাব্য বিন্যাসকে গণসংখ্যা নিবেশনের মাধ্যমেই উপস্থাপন করা হয়।
    গণসংখ্যা নিবেশন হতে তৈরি গণসংখ্যা রেখা বঙ্কিমতা ও সূচলতা সম্পর্কে ধারণা দেয়।
    ১০. গণসংখ্যা নিবেশন প্রস্তুত করার পূর্বে কাঁচা তথ্যের ঝোঁক সম্পর্কে কিছুই বুঝা যায় না। কিন্তু জনসংখ্যা নিবেশন প্রস্তুত করলে গণসংখ্যা পর্যবেক্ষণ করে তার ঝোঁক ভালোভাবে বুঝা যায় এবং নিবেশনের বৈশিষ্ট্য জানা যায় ।
    ১১. শুধুমাত্র তথ্যমালা গণসংখ্যা নিবেশনের আকারে সাজানোর পরই বিভিন্ন ধরনের লেখ অঙ্কন সম্ভব। এছাড়া লেখ অঙ্কন করা অসম্ভব।
    উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে গণসংখ্যা নিবেশন বা Frequency distribution. এ গণসংখ্যা নিবেশন প্রক্রিয়ায় উপরিউক্ত ধাপ বা স্তরগুলো অনুসরণ করা হয়, যার প্রতিটি স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরস্পর সম্পৃক্ত।