অথবা, প্রশ্নপত্র পদ্ধতির সংজ্ঞা দাও?
অথবা, প্রশ্নপত্র পদ্ধতি কাকে বলে?
অথবা, প্রশ্নপত্র পদ্ধতি কী?
উত্তর৷ ভূমিকা : সামাজিক গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। প্রশ্নপত্র পদ্ধতি তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি। প্রশ্নপত্রের মাধ্যমে আধুনিক গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যথাযথ তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়ে থাকে। আর প্রশ্নপত্রের মধ্যে ডাক প্রশ্নপত্র (Mailed questionnaire) একটি মাধ্যম যেখানে ডাকযোগে সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে কতিপয় প্রশ্নপত্র প্রেরণ করা হয়। এখানে উত্তরদাতা নিজেই খুঁজে উত্তর দিয়ে থাকেন, যার ফলে সময় ও অর্থ খরচ কম হয়। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলঃ
প্রশ্নমালা : অনুসন্ধান বিষয়ক কতিপয় বিশেষ প্রশ্নের সমন্বয়ে গঠিত এবং মুদ্রিত প্রশ্নের সমাবেশকে পরিসংখ্যানে প্রশ্নমালা বা প্রশ্নপত্র বলে। কোন অনুসন্ধানে দক্ষতার সাথে তথ্য সংগ্রহ করার জন্য প্রশ্নমালা তৈরি করা হয়। এতে অনুসন্ধান বিষয়ক কতিপয় নির্বাচিত প্রশ্ন এবং ঐ প্রশ্নগুলোর উত্তর লিপিবদ্ধ করার জন্য প্রয়োজনীয় শূন্যস্থান রাখা হয় যাতে উত্তরদাতাদের উত্তরগুলো লিখিতভাবে সংগ্রহ করা যায়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী প্রশ্নমালাকে ভিন্ন ভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তা তুলে ধরা হলঃ সমাজবিজ্ঞানী Bogardus তাঁর ‘Measuring Social Distance’ গ্রন্থে বলেছেন, “Questionnaire is a list of questions sent to a number of persons for their answers and which obtained standardized results that can be tabulated and treated statistically.” অর্থাৎ, প্রশ্নপত্র হচ্ছে কতকগুলো প্রশ্নের সমষ্টি, যা কতকগুলো ব্যক্তির নিকট প্রেরিত হয় তাদের উত্তরের জন্য এবং এর দ্বারা গুণগত ফলপ্রসূ ফলাফল আশা করা যায় এবং পরবর্তীতে সারণিবদ্ধ ও পরিসংখ্যানমূলক মূল্যায়ন করা হয়।
P.V. Young প্রশ্নপত্র ও অনুসূচি একই অর্থে ব্যবহার করেছেন। তাঁর মতে, “প্রশ্নপত্র কথাটি সকল তথ্য সংগ্রহের ফরম জমাতে ব্যবহৃত হয়, যাতে তথ্য বা মতামত অথবা দু’টোই পাওয়ার লক্ষ্যে বিষয় স্থির করা হয় এবং প্রশ্নগুলো ব্যক্তিবর্গের কাছে কিংবা তাদের পরিবার কিংবা তাদের ব্যবসায়, ফার্ম ইত্যাদিতে ডাকযোগে প্রেরণ করা হয় অথবা
ব্যক্তিগত সাক্ষাৎকারে ব্যবহার করা হয়।”
Goode এবং Hatt এর সংজ্ঞায় বলেছেন, “Questionnaire is a device for securing answers to question by using of form which the respondent fill himself.” অর্থাৎ, সাধারণভাবে প্রশ্নমালা হচ্ছে সে
উপাদান যা একটা ফরমের মাধ্যমে উত্তর সংগ্রহ করা হয় এবং উত্তরদাতা নিজেই সে সূচি পূরণ করে থাকে।
G. Landbarg বলেছেন, “প্রশ্নপত্র মূলত কিছু উদ্দীপক প্রশ্নের সমষ্টি, যা সাধারণত শিক্ষিত সমাজ সামাজিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে অনুভব করেন তারই লৈখিক প্রতিফলন।”
উপরিউক্ত সংজ্ঞাগুলো আলোকে বলা যায় যে, সুনির্দিষ্ট কতকগুলো প্রশ্নের সমন্বয়ে গঠিত যে প্রশ্নমালাকে ডাকযোগে বা অন্যভাবে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে উত্তরদাতার নিকট প্রেরণ করা হয় তাকে প্রশ্নমালা বলে। উত্তরদাতা এ প্রশ্নপত্র নিজে পূরণ করে গবেষকের কাছে ফেরত পাঠান।
উপসংহার : উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে, প্রশ্নপত্র পদ্ধতি সামাজিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখানে ডাকযোগে অথবা সরাসরি উপস্থিত হয়ে প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহের সুযোগ রয়েছে। ডাকযোগে প্রশপত্র প্রেরণের মাধ্যমে “বেষণার সময় ও অর্থ কম খরচ হয়।