পর্যবেক্ষণ পদ্ধতি (Observation method) বলতে কী বুঝ?

অথবা, পর্যবেক্ষণ পদ্ধতি কী?
অথবা, পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে?
অথবা, পর্যবেক্ষণ পদ্ধতি সংজ্ঞা দাও?
উত্তরা৷ ভূমিকা : “Observation may be defined as systematic viewing coupled with consideration of the seen phenomena.” (P. V. Young, 1984)
সামাজিক গবেষণার ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য যেসব পদ্ধতি ব্যবহৃত হয় পর্যবেক্ষণ পদ্ধতি তার মধ্যে অন্যতম। এ পদ্ধতিতে গবেষক গবেষণার পরিবেশকে সরাসরি প্রভাবিত করে না। সাধারণত শিশু, বোবা বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে পর্যবেক্ষণ পদ্ধতি অধিক কার্যকরী। এ পদ্ধতির মাধ্যমে তথ্য উদ্ঘাটন করার জন্য গবেষককে সাধারণত সরেজমিনে উপস্থিত থাকতে হয়।
পর্যবেক্ষণ : সাধারণভাবে কোন বিষয় সম্পর্কে সুন্দর ও সুশৃঙ্খলভাবে নিরীক্ষণ করাকে পর্যবেক্ষণ বলে।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে পর্যবেক্ষণের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের কতিপয় সংজ্ঞা উল্লেখ করা হল :
P. V. Young বলেছেন, “Observation may be defined as systematic viewing coupled with consideration at the seen phenomena.” অর্থাৎ, দৃশ্যমান কোন ঘটনা বা বিষয়কে সুশৃঙ্খলভাবে নিরীক্ষণ করাই হল পর্যবেক্ষণ। Karl E. Weick 4, “An observation method is defined as the selection provocation, recording and encoding of that set of behaviours and setting concerning organisms in sites which is consistent with empirical aims.” অর্থাৎ, সাধারণ পরিবেশে সংঘটিত জীব সংশ্লিষ্ট আচরণ নির্ধারণ, জাগ্রতকরণ, ধারণ এবং সাংকেতিকরণের পদ্ধতি হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, যা বক্তব্যের লক্ষ্যের সাথে সংগতিপূর্ণ। অবস্থানসমূহ Consise Oxford Dictionary এর ভাষ্য মতে, “পারস্পরিক সম্পর্ক ও কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে সংঘটিত ঘটনাবলি সঠিকভাবে দর্শন ও ধারণই হচ্ছে পর্যবেক্ষণ।” পরিশেষে বলা যায় যে, কোন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বিষয়, দল বা শ্রেণীকে নিরীক্ষণ করাই হচ্ছে পর্যবেক্ষণ।
উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, পর্যবেক্ষণের সুবিধা অসুবিধা দুই-ই রয়েছে। তবে ক্ষেত্রবিশেষে এ পদ্ধতির উপযোগিতা বেশি। আসলে তথ্য গ্রহণের ক্ষেত্র অনুযায়ী এ পদ্ধতিগুলোর ব্যবহার করা হয়। সব ধরনের গবেষণার ক্ষেত্রে সব পদ্ধতি কার্যকর নাও হতে পারে। পর্যবেক্ষণ পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এটা নিঃসন্দেহে বলা যায়।