অথবা, সামাজিক গবেষণা কাজে কী কী মানদণ্ড আছে আলোচনা কর।
অথবা, সামাজিক গবেষণা কাজের বিষয়বস্তু আলোচনা কর।
অথবা, সামাজিক গবেষণা কাজেরপ্রকৃতি বর্ণনা কর
উত্তর৷ ভূমিকা : মানুষ সর্বদা জটিল সমস্যা জর্জরিত সমাজে বসবাস করে থাকে। এ সমস্যা অনেক সময় সমাধানের ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সমাজবিজ্ঞানিগণ এ সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি অনুসরণ করে থাকেন । সামাজিক গবেষণা তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি । সামাজিক গবেষণা কাজে বিশেষ কিছু উপাদান ব্যবহৃত হয় যার মাধ্যমে একে ব্যাখ্যা করা হয়
ভাগীত। সামাজিক গবেষণার উপাদান (Elements of social research) : সামাজিক গবেষণা কতকগুলো উপাদানের উপর নির্ভর করে। যার সমন্বিত রূপই হল সামাজিক গবেষণা। নিম্নে এগুলো আলোচনা করা হল :
১. তত্ত্ব (Theory) : গবেষণার ক্ষেত্রে তত্ত্ব ও তথ্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। বৈজ্ঞানিক গবেষণা যত বেশি বৃদ্ধি পাচ্ছে তত্ত্ব ও তথ্যের মধ্যকার সম্পর্ক তত বেশি বৃদ্ধি পাচ্ছে। আর তত্ত্ব বা Theory এর প্রধান কাজ হচ্ছে প্রচলিত জ্ঞানবিজ্ঞানকে তথ্যসমৃদ্ধ ও সংক্ষিপ্ত করা। তত্ত্ব ও গবেষণা একে অপরের পরিপূরক।
২. প্রস্তাবনা (Proposition) : গবেষণা কাজের জন্য একেবারে প্রথম পর্যায়ের দিকে যে বিষয়কে গুরুত্ব দেওয়া হয় প্রস্তাবনা তার মধ্যে অগ্রগামী। কারণ এ প্রস্তাবনার নিরিখেই গবেষণা কার্যক্রম নির্ধারিত হয়। বৈজ্ঞানিক ব্যবস্থাকে সহজ করার জন্য এবং বিশ্লেষণ করার জন্য প্রস্তাবনা দরকার। কোন সঠিক সিদ্ধান্তের জন্য প্রস্তাবনা সমধিক গুরুত্বপূর্ণ।
প্রস্তাবনাসমূহ বাস্তব ঘটনা সম্পর্কে নির্দেশনা দিয়ে থাকে।
৩. সংজ্ঞা (Definition) : গবেষণা কাজের জন্য ব্যবহৃত উপাদানগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল সংজ্ঞা। কারণ কোন ইস্যুর সংজ্ঞাই বিষয়টিকে Concise ও যুক্তিপূর্ণ করে দেয়। গবেষণা কাজে ব্যবহৃত জটিল বিষয়গুলো যথা : Technical
term গুলোকে সহজ ও পরিষ্কার করা হয় এ সংজ্ঞার মাধ্যমে। যেমন- সন্ত্রাসীদের সম্পর্কে গবেষণা করতে হলে আমরা “বস্তি সন্ত্রাস পারস্পরিক সম্পর্কে যুক্ত” এটাকে Define করতে পারি। সংজ্ঞার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার সেগুলো হল :
বিভিন্ন সংজ্ঞা সন্নিবেশিত করে একটা সংজ্ঞা প্রদান করা।
খ. নিজস্ব প্রদত্ত সংজ্ঞার ক্ষেত্রে বিভিন্ন সংজ্ঞার বৈশিষ্ট্যগুলোর সমন্বয় সাধন করা।
- প্রত্যয় (Concept) : বৈজ্ঞানিক পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান হল প্রত্যয় বা Concept. গবেষণা কাজে ব্যবহৃত বিষয়কে ইন্দ্রিয়গ্রাহ্য করে তোলা হয় এ প্রত্যয়ের মাধ্যমে। ঘটনার প্রকাশ প্রত্যয়ের মাধ্যমে ঘটে, প্রত্যয় ছাড়া এগুলো প্রকাশ করা কঠিন হয়ে যায়। প্রেক্ষাপট অনুযায়ী প্রত্যয়ের অর্থ বিভিন্ন রকম হয়ে থাকে।
৫. চলক (Variable) : গবেষণা কাজের জন্য Variable অত্যন্ত গুরুত্বপূর্ণ।
E. P. Babbie বলেছেন, “Variables are logically related sets of attribute.”
‘Introduction to Social Research’ গ্রন্থে বলা হয়েছে, “Variable is a general class or category of objects, events or situations, eg. sex, income, social class etc.” এ চলকের সাহায্যে গবেষণাকে ধরে
নেওয়ার জন্য কোন চলক গ্রহণ করতে হবে। এটা আবার দু’ধরনের। যথা :
ক. নির্ভরশীল চলক (Dependant variable) : এটা নির্ভরশীল বিষয়ের উপর নির্ভর করে। যেমন- শিক্ষা একটি নির্ভরশীল চলক। কারণ এটা নির্ভর করে শিক্ষকের যোগ্যতার উপর বইপুস্তক, শিক্ষার মাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান প্রভৃতির উপর।
খ. স্বাধীন চলক (Independent variable) : স্বাধীন চলক কোনকিছুর উপর নির্ভর করে না বরং নিজেই গবেষণা কাজে যথেষ্ট। যেমন- তেলের দাম বৃদ্ধি পেলে এর ব্যবহার বাড়ে বা কমে।
৬. অনুমান (Hypothesis) : সামাজিক গবেষণায় ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল অনুসন্ধান বা Hypothesis. সামাজিক গবেষকদের গবেষণার পূর্বে সমাজ সম্পর্কে অনেক কিছু অনুমান করে নিতে হয়। পরে এ অনুমান বাস্তবতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা দেখতে হয়।
K. D. Baily বলেছেন, “A hypothesis is a tentative explanation for which the evidence necessary for testing is a least potentially available.”
অনুমান করার সময় নিম্নোক্ত বিষয়গুলো দেখা দরকার :
ধারণাগত দিক থেকে গৃহীত প্রকল্পটি সুস্পষ্ট।
খ. প্রকল্পটি সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক।
গ. অনুমানের সাথে বাস্তবতার লক্ষ্য মিল থাকা ইত্যাদি।
৭. নৈতিকতা (Morality) : মূল্যবোধকে প্রাধান্য দিয়ে কোন জ্ঞান চর্চা করাই হল নৈতিকতা। নৈতিকতা গবেষণা কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ সততা ও নিষ্ঠার সাথে তথ্য প্রদান করলে বিষয়টি সারগর্ভপূর্ণ ও নির্ভরযোগ্য হয় ।
উপসংহার : উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে, সামাজিক গবেষণার ক্ষেত্রে বিশেষ কিছু উপাদান ব্যবহৃত হয়। এগুলোর গুরুত্ব অধিক, তবে একটি উপাদান অন্যটির সাথে গভীরভাবে সম্পৃক্ত এবং একটি অপরটিকে প্রভাবিত করে। সামাজিক গবেষণার কাজে যেটা অধিক গুরুত্বপূর্ণ গবেষক সেটাকে বাছাই করে নিতে হবে।