অথবা, সামাজিক কার্যক্রম ও সমাজকল্যাণ প্রশাসনের মধ্যে সাদৃশ্য লিখ।
অথবা, সামাজিক কার্যক্রম ও সমাজকল্যাণ প্রশাসনের মধ্যে আন্তঃসম্পর্ক লিখ।
অথবা, সামাজিক কার্যক্রম ও সমাজকল্যাণ প্রশাসনের মধ্যে সামঞ্জস্য বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : সমাজকল্যাণ প্রশাসন এবং সামাজিক কার্যক্রম উভয়েই সমাজকর্মের সহায়ক পদ্ধতি। উভয় পদ্ধতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে।
সামাজিক কার্যক্রম ও সমাজকল্যাণ প্রশাসনের মধ্যে সম্পর্ক : নিম্নে সামাজিক কার্যক্রম ও সমাজকল্যাণ প্রশাসনের সম্পর্ক বর্ণনা করা হলো :
১. বাঞ্ছিত পরিবর্তন আনয়ন : সামাজিক কার্যক্রম ও সমাজকল্যাণ প্রশাসন উভয়ই সমাজের বাঞ্ছিত ও পরিকল্পিত পরিবর্তন আনয়নের জন্য প্রচেষ্টা চালায়। সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য সামাজিক কার্যক্রম কর্মসূচি প্রণয়ন করে। অন্যদিকে কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সুষ্ঠু সমাজকল্যাণ প্রশাসন সহায়তা করে।
২. সমস্যা সমাধান প্রক্রিয়া অনুসরণ : সমাজকর্মের ‘সমস্যা সমাধান প্রক্রিয়া’ উভয় পদ্ধতিই অনুসরণ করে থাকে। সমস্যা সমাধান প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে উভয় পদ্ধতি মৌলিক পদ্ধতিকে সহায়তা করে থাকে।
৩. সমস্যা সমাধানে তথ্য সংগ্রহ : ব্যক্তি, দল বা সমষ্ঠির সমস্যা সমাধানের প্রয়োজনে তথ্য সংগ্রহ করা অতি জরুরি। এক্ষেত্রে সমাজকল্যাণ প্রশাসন ও সামাজিক কার্যক্রম উভয়েই কাজ করে।
৪. সমন্বয় ও মূল্যায়ন : সমন্বয় ও মূল্যায়ন সমাজকর্মের দুটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন এজেন্সি ও কর্মসূচির মধ্যে সমন্বয়সাধন এবং কর্মসূচির মূল্যায়নে উভয় পদ্ধতিরই প্রয়োজন রয়েছে। ফলে সহায়ক পদ্ধতি হিসেবে উভয়ের এক্ষেত্রে ভূমিকা অত্যাধিক।
৫. সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার : সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার সমাজকর্মের জন্য তাৎপর্যপূর্ণ বিষয়। সম্পদ ও সুযোগকে কাজে লাগিয়ে সমস্যার সমাধানকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সামাজিক কার্যক্রম ও সমাজকল্যাণ প্রশাসনের ভূমিকা অগ্রগণ্য।
৬. প্রতিরোধ ও প্রতিকার ও উন্নয়নমূলক ভূমিকা : সমাজকর্মের পদ্ধতি হিসেবে সমস্যা সমাধানে সামাজিক কার্যক্রম ও সমাজকল্যাণ প্রশাসন উভয়েই ত্রিবিধ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি হিসেবে উভয়ে সম্পর্কে আবদ্ধ হয়ে প্রচেষ্টা চালায়।
৭. আন্দোলন ও জনমত গঠন : সমাজ থেকে কুপ্রথা দূর করার লক্ষ্যে আন্দোলন ও জনমত গঠনে সামাজিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে কর্মসূচির সফল বাস্তবায়নে সমাজকল্যাণ প্রশাসন সহায়তা করে থাকে।
উপসংহার : সামাজিক কার্যক্রম ও সমাজকল্যাণ প্রশাসনের সম্পর্কের গুরুত্বপূর্ণ অন্যান্য দিকগুলো হলো: কর্মসূচি চাহিদা পূরণ, প্রাতিষ্ঠানিক কার্যক্রম গ্রহণ, রীতিনীতি সংশোধন, সমস্যার সমাধান প্রভৃতি।