সমাজসংস্কার আন্দোলন এবং সামাজিক আন্দোলন সম্পর্কে লিখ।

অথবা, সমাজসংস্কার আন্দোলন এবং সামাজিক আন্দোলন কী ।
অথবা, সমাজসংস্কার আন্দোলন এবং সামাজিক আন্দোলন ব্যাখ্যা প্রদান কর।
অথবা, সমাজসংস্কার আন্দোলন এবং সামাজিক আন্দোলন সম্পর্কে বর্ণনা।
উত্তর৷ ভূমিকা : সমাজসংস্কারের ক্ষেত্রে সমাজ সংস্কার আন্দোলন এবং সামাজিক আন্দোলন উভয়েরই প্রয়োজন রয়েছে। কেননা সমাজ সংস্কারের সফলতা বহুলাংশেই নির্ভর করে সমাজ সংস্কার আন্দোলন এবং সামাজিক আন্দোলনের ওপর । উভয়ের সক্রিয় কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই সমাজ সংস্কার ফলপ্রসূ হয়।
সমাজসংস্কার আন্দোলন : প্রচলিত সমাজব্যবস্থা বা সমাজ কাঠামো হতে অবাঞ্ছিত ও ক্ষতিকর প্রথা প্রতিষ্ঠানের উচ্ছেদ সাধনের লক্ষ্যে পরিচালিত আন্দোলনকে সমাজ সংস্কার আন্দোলন বলা হয়। অন্যভাবে বলা যায়, সমাজ সংস্কার আন্দোলন বলতে এমন একটি সমবেত ও সচেতন প্রচেষ্টাকে বুঝায়, যার দ্বারা সমাজ জীবন থেকে কুসংস্কার ও ক্ষতিকর রীতিনীতি এবং মূল্যবোধকে দূর করে পরিকল্পিত পরিবর্তনের মাধ্যমে বাঞ্ছিত পরিবেশ সৃষ্টি করা।
সমাজসংস্কার আন্দোলন পরিচালিত হয় দু’ভাবে। যেমন: জনমত সৃষ্টি এবং চাপ সৃষ্টি। এ আন্দোলন পরিচালনায় কিছু ধারাবাহিকতা অনুসরণ করা হয়। যথা, সমস্যা চিহ্নিত করা, সচেতনতা সৃষ্টি, জনমত গঠন, চাপ সৃষ্টি, আইন প্রণয়ন, আইন প্রয়োগ লক্ষ্যার্জন প্রভৃতি। অনেক ক্ষেত্রে সফল নেতৃত্বের মাধ্যমে গঠনমূলক জনমত সৃষ্টি করে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করে ও সামাজিক কুপ্রথার অবসান ঘটিয়ে সমাজ সংস্কার আন্দোলন সফল করা হয়। উদাহরণস্বরূপ হাজী শরীয়তউল্লাহ প্রচলিত পীরমুরিদ ও কম্বর পূজার ন্যায়, কুপ্রথার বিরুদ্ধে সমাজ সংস্কার আন্দোলন গড়ে তোলেন। এছাড়া সমাজের উন্নয়ন ও স্থিতিশীলতা জোরদার করার উদ্দেশ্যে কতিপয় সংস্কার ও সংশোধনের ধারণা নিয়ে সমাজ সংস্কার আন্দোলন গড়ে উঠে।
সামাজিক আন্দোলন (Social Movement) : সমাজ সংস্কারের আরেক রূপ হচ্ছে সামাজিক আন্দোলন আরও আন্দোলন বলতে কোন লক্ষ্যকে সামনে রেখে জনগণের স্বতঃস্ফূর্ত ও সমবেত প্রচেষ্টাকে বুঝায়। প্রচলিত উঠে 1
সমাজব্যবস্থার অসঙ্গতি দূরীকরণের লক্ষ্যে এটি একটি দলীয় প্রয়াস। সামাজিক আন্দোলন বিকাশ গড়ে মনীষী Hess, Markson and Stein এর ভাষায়, “Social movements are organized attempts to
introduce or to resist social change.” অর্থাৎ সামাজিক আন্দোলন হচ্ছে সামাজিক পরিবর্তন আনয়ন বা সামাজিক পরিবর্তন প্রতিরোধের সংগঠিত প্রচেষ্টা।
Explain to social work Dictiorary, Social movement is an organized effort usually involving many people representing a wide spectrum of the population to change a law, public policy or social norm.”
সমাজবিজ্ঞানী এইচ. ব্লুমার (H. Blumer) বলেন, “সামাজিক আন্দোলন হলো নতুন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার একটি দলীয় প্রচেষ্টা। রাজনৈতিক ও সামাজিক চাঞ্চল্য থেকে এর সূচনা। প্রচলিত জীবনব্যবস্থার প্রতি বীতশ্রদ্ধ এবং নতুন জীবনব্যবস্থার আশার আলো সামাজিক আন্দোলনের মূল চালিকাশক্তি।”
সামাজিক আন্দোলন নানা ধরনের হতে পারে। যেমন-বিশেষ আন্দোলন, শান্তি আন্দোলন, বিপ্লবাত্মক আন্দোলন, মূল্যবোধমুখী আন্দোলন, সংশোধনবাদী আন্দোলন প্রভৃতি। সমাজ সংস্কার ও সামাজিক আন্দোলন উভয়ই সামাজিক তথা সামাজিক কল্যাণে বিশ্বাসী। সামাজিক আন্দোলনের ফলে সমাজ সংস্কার সাধিত হয়।
উপসংহার : সমাজে স্বাভাবিক জীবনযাপনের পথে বাধা সৃষ্টিকারী পরিস্থিতি, রীতিনীতি, সংগঠন যা সমাজের জন্য ক্ষতিকর, এগুলোর মূলোৎপাটনের লক্ষ্যে পরিচালিত জনগণের সংগঠিত প্রচেষ্টাকে সামাজিক আন্দোলন বলে। সামাজিক আন্দোলনের উদাহরণ হলো: পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার বিরুদ্ধে আন্দোলন, যৌতুক প্রথা উচ্ছেদ সাধনের লক্ষ্যে আন্দোলন প্রভৃতি।