সমাজকর্ম ও সমাজসংস্কার সাদৃশ্য ও পার্থক্য বর্ণনা কর ।

অথবা, সমাজকর্ম ও সমাজসংস্কারের ইতিবাচক ও নেতিবাচক সম্পর্ক বর্ণনা কর।
অথবা, সমাজকর্ম ও সমাজসংস্কারের সামঞ্জস্য ও অসামঞ্জস্য বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : সমাজকর্ম ও সমাজসংস্কারের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক বিদ্যমান রয়েছে। সমাজের কল্যাণে উভয়ে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা পালন করে থাকে। তবে পদ্ধতিগত ও প্রাকৃতিগত দিক থেকে তাদের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। তদুপরি বেশিরভাগ ক্ষেত্রেই এদের মধ্যে সাদৃশ্য বিদ্যমান।
সাদৃশ্য (Similarities) : সমাজকর্মের ও সমাজসংস্কারের সাদৃশ্য বা মিলগুলো নিম্নে তুলে ধরা হলো :
১. জনগণকে সচেতন করা : সমাজ ও সমস্যা সম্পর্কে সমাজকর্ম ও সমাজসংস্কার জনগণকে সচেতন করে তুলে। জনগণ সমস্যা সম্পর্কে অবগত হবার পর সমাধানের জন্য প্রচেষ্টা চালায়। অর্থাৎ সমস্যাগ্রস্ত জনগণ নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত হয়ে নিজের সমস্যা নিজে সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখে। এদিক থেকে উভয়েরই মিল রয়েছে।
২. সামঞ্জস্য বিধান : সমাজকর্ম ও সমাজসংস্কার উভয়েই সমাজের মানুষকে পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে থাকে। সমাজে স্বাভাবিক ভূমিকা পালনের জন্য সামঞ্জস্য বিধান ও অত্যন্ত জরুরি। আর এ কাজটি করতে সমাজকর্ম ও সমাজসংস্কার উভয়রই সহায়তা করে।
৩. জনগণের অংশগ্রহণ : যে কোন সমস্যা সমাধানে জনগণের অংশগ্রহণ অপরিহার্য। তাই সমাজকর্ম ও সমাজ সংস্কার সমস্যা মোকাবিলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। ফলে জনগণ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান দিতে পারে।
৪. বাঞ্ছিত ও গঠনমূলক পরিবর্তন : সমাজসংস্কার সমাজে গঠনমূলক পরিবর্তন আনয়নে গুরুত্ব দিয়ে থাকে। সমাজকর্মও বাঞ্ছিত ও গঠনমূলক পরিবর্তন আনয়ন করে থাকে। ফলে সামাজিক পরিবর্তন সমাজের জন্য কল্যাণ বয়ে আনে।
৫. অভিন্ন লক্ষ্য : সমাজকর্ম ও সমাজসংস্কারের লক্ষ্য এক ও অভিন্ন। উভয়েরই উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ
সাধন করা। তাই লক্ষ্যগত দিক থেকেও উভয়ের মধ্যে মিল রয়েছে।
৬. অবাঞ্ছিত ও ক্ষতিকর প্রথা দূর : সমাজসংস্কার সমাজ থেকে অবাঞ্ছিত ও ক্ষতিকর প্রথা দূর করে সমাজকর্মের পথ
প্রশস্ত করে। তাই এক্ষেত্রে উভয়ে একে অপরের পরিপূরক। বিশেষ করে এ ব্যাপারে সমাজকর্ম সমাজসংস্কারকে জোরালোভাবে সাহায্য করে।
৭. সামাজিক আন্দোলন : সমাজকর্ম সামাজিক কার্যক্রমের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলে। সমাজসংস্কার
ও সামাজিক আন্দোলনের মাধ্যমেই সামাজিক কুপ্রথা দূর করে। তাই সামাজিক আন্দোলন গড়ে তোলা উভয়েরই কাজ ।
উপসংহার : সমাজকর্ম ও সাজসংস্কারের মধ্যে উপর্যুক্ত পার্থক্য সত্ত্বেও সমাজের সার্বিক কল্যাণে উভয়েরই অত্যধিক। কেননা উভয়ে একেরের পরিপূরক ও সহায়ক হিসেবে ভূমিকা পালন করে থাকে।