অথবা, সামাজিক কার্যক্রম, সামাজিক আইন ও সমাজসংস্কারের ক্ষেত্রে সমাজকর্মীর ৪টি দায়িত্ব বর্ণনা কর।
অথবা, সামাজিক কার্যক্রম, সামাজিক আইন ও সমাজসংস্কারের ক্ষেত্রে সমাজকর্মীর ৪টি কর্তব্য কী আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজসংস্কার বিষয়সমূহ পরস্পর আন্তঃসম্পর্কে আবদ্ধ। এগুলো একে অপরের পরিপূরক ও সহায়ক। এদেরকে আলাদাভাবে বিশ্লেষণ করা কঠিন ব্যাপার। এ তিনটি বিষয় সমাজকর্মীদের পরিধির আওতাভুক্ত। সমাজকর্মীরা তাদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে এসব বিষয়ের ক্ষেত্রসমূহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামাজিক কার্যক্রম, সামাজিক আইন ও সমাজসংস্কারের ক্ষেত্রে সমাজকর্মীর ৪টি ভূমিকা :
নিম্নে সামাজিক কার্যক্রম, সামাজিক আইন ও সমাজসংস্কারের ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা আলোচনা করা হলো :
১. বাঞ্ছিত সামাজিক পরিবেশ সৃষ্টি : সমাজকর্ম সামাজিক সমস্যা সমাধানের মাধ্যমে গঠনমূলক সামাজিক পরিবেশ
আনয়নে বদ্ধপরিকর। সামাজিক কার্যক্রম, সামাজিক আইন ও সমাজসংস্কার ও সমাজের অবাঞ্ছিত অবস্থা দূরীকরণের মাধ্যমে বাঞ্ছিত সামাজিক পরিবেশ আনয়নে সমাজকর্মী সহায়তা করে। এজন্য সামাজিক কুসংস্কার ও কুপ্রথা দূর করারও ব্যবস্থা করে থাকে।
২. জনগণকে সংগঠিত করা : সফল সমাজ সংস্কার সাধন, সামাজিক আইন প্রণয়ন ও সামাজিক কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে জনগণকে সংগঠিত করা অপরিসীম এক্ষেত্রে সমাজকর্মী জনগণকে সংগঠিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সমাজকর্মী বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালিয়ে জনগণকে এ ব্যাপারে জাগ্রত করেন।
৩. জনগণকে সচেতন করা : সামাজিক কার্যক্রম, সামাজিক আইন ও সমাজসংস্কারের ক্ষেত্রে সচেতনতা একটা
অপরিহার্য বিষয়। জনগণ সচেতন হলেই কেবল সমাজের অবাঞ্ছিত অবস্থা দূর করা সম্ভব। সমাজকর্মী তার পেশাগত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে জনগণকে সচেতন করে তোলে এবং সুন্দর সামাজিক ব্যবস্থার বিশেষ ভূমিকা পালন করে।
৪. দৃষ্টিভঙ্গির পরিবর্তন : দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে সামাজিক বাধা দূর করা এবং সামাজিক আইন বাস্তবায়নে সহায়তা করা সমাজকর্মীর একটি গুরুত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে তারা তাদের পেশাগত জ্ঞানকে কাজে লাগিয়ে থাকে।
জনগণকে সনাতন ধ্যান-ধারণার পরিবর্তন করে আধুনিক চিন্তা-চেতনার অধিকারী হওয়ার ব্যাপারে সমাজকর্মীর সহায়তা
অতি জরুরি।
উপসংহার : উপসংহারে বলা যায়, সামাজিক কার্যক্রম, সামাজিক আইন ও সমাজসংস্কারের মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে। ফলে তারা একে অপরের সহায়ক। এসব ক্ষেত্রে কার্যকর ও বাস্তবধর্মী সফলতা আনয়নে সমাজকর্মী তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। এজন্য সমাজকর্মী তার পেশাগত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে থাকে।