সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণ মধ্যে সম্পর্ক কী?

অথবা, সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণ মধ্যে সাদৃশ্য বর্ণনা কর।
অথবা, সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণ মধ্যে ইতিবাচক সম্পর্ক বর্ণনা কর।
অথবা, সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণ মধ্যে সামঞ্জস্য আলোচনা কর।
উত্তরা৷ ভূমিকা : সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণা উভয়েই সমাজকর্মের দুটি সহায়ক পদ্ধতি। এ দুটি পদ্ধতি সমাজকর্মে ব্যাপকভাবে প্রয়োগ করা হয়।
সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণর মধ্যে সম্পর্ক : নিম্নে উভয়ের সম্পর্কের বিশেষ দিকগুলো তুলে ধরা হলো :
১. সমস্যার সমাধান : সামাজিক কার্যক্রম সমাজের কুসংস্কার বা কুপ্রথা দূরীকরণে বদ্ধপরিকর। এ কর্মসূচিকে ফলপ্রসূ করার জন্য সমাজকর্ম গবেষণা তথ্য উপাত্ত দিয়ে একে সহায়তা করে।
২. সংগতিবিধানে সহায়তা : সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম উভয়েই সমাজকর্ম পেশার উন্নয়নের স্বার্থে পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্যবিধান করে চলতে প্রচেষ্টা চালায়। ফলে এক্ষেত্রে উভয় পদ্ধতির ভূমিকা অগ্রগণ্য।
৩. অভিন্ন উদ্দেশ্য : সমাজস্থ মানুষের চাহিদা পূরণ তথা সমস্যার সমাধানের লক্ষ্যে সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণা উভয়েই তৎপর। অর্থাৎ একই লক্ষ্যে উভয়েই স্ব স্ব কার্যক্রম পরিচালনা করে।
৪. অভিন্ন স্তর : সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম ‘সমস্যা সমাধান প্রক্রিয়ার’ ধার বা স্তরগুলো অনুসরণ করে সমাজকর্মের মৌলিক পদ্ধতিকে সহায়তা করে থাকে।
৫. সমস্যার উৎস অনুসন্ধান ও বিশ্লেষণ : সামাজিক সমস্যার বিশ্লেষণ ও এর প্রকৃত উৎস অনুসন্ধানের ক্ষেত্রে উভয় পদ্ধতিই ভূমিকা পালন করে। এর ফলে ফলপ্রসূ এ কার্যকর সমাধান সম্ভব হয়।
৬. সম্পদ ও সুযোগের সর্বোত্তম ব্যবহার : সামাজিক কার্যক্রম পরিবেশ পরিস্থিতি বিবেচনাপূর্বক বস্তুগত ও অবস্থাগত সম্পদকে কাজে লাগায়। এক্ষেত্রে সামাজিক কার্যক্রমকে সমাজকর্ম গবেষণা বিশেষভাবে সহায়তা করে থাকে।
৭. জনগণের সক্রিয় অংশগ্রহণ : জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উভয় পদ্ধতিতেই লক্ষ্য করা যায়। উভয় পদ্ধতিতেই জনগণ নিজেদের সমস্যা সম্পর্কে অবগত হয় এবং এর সমাধানে নিজেরা সরাসরি অংশগ্রহণ করে।
উপসংহার : উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, সামাজিক কার্যক্রমের সঙ্গে সমাজকর্মের অন্যান্য পদ্ধতির তাৎপর্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিশেষ করে মৌলিক পদ্ধতিকে সহায়তার মাধ্যমে সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে। এ ধরনের সম্পর্ক সমাজকর্ম পদ্ধতির বাস্তবায়নকে সহজতর করে তুলেছে।