সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের মধ্যে সম্পর্ক লিখ।

অথবা, সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের মধ্যে আন্তঃসম্পর্ক লিখ।
অথবা, সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের মধ্যে সাদৃশ্য বর্ণনা কর।
অথবা, সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের মধ্যে সামঞ্জস্য লিখ।
উত্তর৷ ভূমিকা : সমষ্টি সমাজকর্ম সমাজকর্মের একটি অন্যতম মৌলিক পদ্ধতি। এ পদ্ধতি প্রয়োগের সময় সামাজিক কার্যক্রমের গুরুত্ব অত্যন্ত জরুরি।
সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের মধ্যে সম্পর্ক : নিম্নে সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের সম্পর্ক তুলে ধরা হলো :
১. জ্ঞানের অপরিহার্যতা : সমষ্টির লক্ষ্যার্জন, পরিকল্পনা বাস্তবায়ন, মূল্যায়ন প্রভৃতি ক্ষেত্রে সামাজিক কার্যক্রমের জ্ঞান ও দক্ষতার প্রয়োজন হয়। এক্ষেত্রে সামাজিক কার্যক্রমের জ্ঞান সমষ্টির উন্নয়নকে তরান্বিত করে। ফলে সামাজিক কার্যক্রমের জ্ঞান ও দক্ষতার উপর সমষ্টির উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল।
২. একই লক্ষ্য ও উদ্দেশ্য : সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্ম উভয়েরই লক্ষ্য ও উদ্দেশ্য প্রায় অভিন্ন। এজন্য তথ্য সংগ্রহ, পরিকল্পনা, কর্মসূচি বাস্তবায়ন কৌশল প্রভৃতি ক্ষেত্রে উভয়ে একই লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। অর্থাৎ লক্ষ্যগত দিক থেকে উভয়েই সামাজিক সমস্যা সমাধানে তৎপর থাকে ।
৩. কুসংস্কার দূরীকরণে সহায়তা : সমাজে বিদ্যমান কুসংস্কার ও অনভিপ্রেত অবস্থা দূর করার জন্য সমষ্টি সমাজকর্ম ও সামাজিক কার্যক্রম উভয়েই প্রচেষ্টা চালায়। এজন্য নতুন আইন প্রণয়নেরও প্রয়োজন হয়। এক্ষেত্রে সমষ্টি সমাজকর্ম সামাজিক কার্যক্রমের সহায়তা নিয়ে থাকে।
৪. ব্যক্তি, দল ও সমাজের কল্যাণ : সমাজকর্মে ব্যক্তি, দল ও সমাজের কল্যাণে সমষ্টি সমাজকর্ম ও সামাজিক কার্যক্রম উভয়েরই প্রয়োজন হয়। সমাজস্থ সকলের কল্যাণে উভয় পদ্ধতিরই গুরুত্ব অত্যাধিক 1
৫. নেতৃত্বের বিকাশ : সমষ্টি সমাজকর্মে সমষ্টির সমস্যা সমাধানে নেতৃত্বের বিকাশ অত্যাবশ্যক। সামাজিক কার্যক্রমকে ফলপ্রসূ করার জন্যও সঠিক ও দক্ষ নেতৃত্ব অপরিহার্য। তাই উভয় পদ্ধতিতেই নেতৃত্বের বিকাশ অত্যন্ত
জরুরি।
৬. সকল দিকে সমান গুরুত্ব প্রদান : মানুষের সকল দিক অর্থাৎ শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিকের প্রতি সমান গুরুত্ব প্রদান করে থাকে। উভয় পদ্ধতিই মানুষকে সার্বিক দৃষ্টিকোণ থেকে বিচার করে।
উপসংহার : সবশেষে বলা যায়, সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের মধ্যে সুসম্পর্ক রয়েছে। উভয়েই সমাজস্থ সকল মানুষকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে ।