অথবা, সামাজিক কার্যক্রম ও দল সমাজকর্মের মধ্যে সাদৃশ্য লিখ।
অথবা, সামাজিক কার্যক্রম ও দল সমাজকর্মের মধ্যে সামঞ্জস্য বর্ণনা কর।
অথবা সামাজিক কার্যক্রম ও দল সমাজকর্মের মধ্যে আজ্ঞসম্পৰ্ক লিখ।
উত্তরঃ ভূমিকা : সামাজিক কার্যক্রম ও দল সমাজকর্মের মধ্যে একটি গভীর সম্পর্ক বিদ্যমান। সমাজকর্ম অনুশীলনে এ দু’টি পদ্ধতি প্রয়োগ করা হয়।
সামাজিক কার্যক্রম ও দল সমাজকর্মের মধ্যে সম্পর্ক : দল সমাজকর্মের সঙ্গে সামাজিক কার্যক্রমের সম্পর্কের দিকগুলো নিম্নে আলোচনা করা হলো :
১. সমস্যার পারস্পরিক সম্পর্ক : সামাজিক সমস্যাগুলো পরস্পর নির্ভরশীল। অর্থাৎ এক সমস্যা থেকে আরেক সমস্যা সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানে সামাজিক কার্যক্রম ও দল সমাজকর্ম উভয়েই কাজ করে যাচ্ছে।
২. পরিধিগত সম্পর্ক : সামাজিক কার্যক্রম ও দল সমাজকর্মের পরিধি একই রকম। যেমন-নারীকল্যাণ, যুবকল্যাণ, বৃদ্ধকল্যাণ, শিশুকল্যাণ, শ্রমকল্যাণ, দারিদ্র্য প্রভৃতি বিষয় উভয়েরই আলোচনার বিষয়বস্তু। উভয় পদ্ধতিতেই এসব বিষয় প্রয়োগ করা হয়।
৩. বাঞ্ছিত পরিবর্তন আনয়ন : সমাজের বাঞ্ছিত পরিবর্তন আনয়নে উভয় পদ্ধতিই ভূমিকা পালন করে। এজন্য উভয় পদ্ধতিতে পরিকল্পিত কর্মসূচি বিদ্যমান থাকে। যেমন কুসংস্কার বা গোঁড়ামি দূর করার মাধ্যমে উভয় পদ্ধতিই চায় কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন।
৪. উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ : তথ্য সংগ্রহ ও এর বিশ্লেষণে উভয়ের মধ্যে মিল রয়েছে। দল সমাজকর্ম ও সামাজিক কার্যক্রমে তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে। দল সমাজকর্মে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সামাজিক খুবই কার্যক্রম ফলপ্রসূ।
৫. সামাজিক সমস্যার সমাধান : সামাজিক সমস্যার সমাধানে দল সমাজকর্ম ও সামাজিক কার্যক্রম উভয়েই প্রচেষ্টা চালায়। দলের সমস্যা মানে সমাজের সমস্যা। সামাজিক সমস্যা সমাধানে সামাজিক কার্যক্রম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
৬. কল্যাণমূলক কার্যক্রম : দল সমাজকর্ম দলের কল্যাণে নিয়োজিত এবং সামাজিক কার্যক্রম সমাজের কল্যাণের জন্য প্রচেষ্টা চালায় । উভয়ে মানুষের কল্যাণে প্রচেষ্টা চালায়। তাই কল্যাণমূলক দিক থেকে উভয়ের মধ্যে মিল রয়েছে।
৭. সমন্বয় সাধন : দল সমাজকর্মের কার্যক্রম সমন্বয় সাধনের জন্য সামাজিক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। দল সমাজকর্মের কর্মসূচি বাস্তবায়নে সমন্বয়ের প্রয়োজন হয়।
উপসংহার : দলীয় চাহিদা পূরণে দলের সদস্যদের কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে জনগণের অংশগ্রহণ অত্যাবশ্যক। কর্মসূচিতে জন অংশায়ন নিশ্চিত করার জন্য সামাজিক কার্যক্রমের সহায়তা প্রয়োজন।