অথবা, সামাজিক কার্যক্রমের ৪টি বিষয়বস্তু
বর্ণনা কর।
অথবা, সামাজিক কার্যক্রমের ৪টি মানদণ্ড আলোচনা কর।
অথবা, সামাজিক কার্যক্রমের ৪টি প্রকৃতি আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : সামাজিক কার্যক্রমের কতিপয় উপাদান রয়েছে। এসব উপাদানের সমন্বয়ে সামাজিক কার্যক্রম বাস্তবে রূপদান করে । উপাদানগুলো একটি অপরটির সাথে যোগসূত্র স্থাপন করে আছে।
সামাজিক কার্যজমের ৪টি উপাদান : নিম্নে সামাজিক কার্যক্রমের ৪টি উপাদান বর্ণনা করা হলো :
১. জনগণের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি : সামাজিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ব্যক্তি ও দলের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য উৎসাহ সৃষ্টি করা। সামাজিক কার্যক্রমের মধ্যেমে জনসচেতনতা তৈরির জন্য জনগণের মধ্যে এ ব্যাপারে স্বতঃস্ফূর্ততা আসে।
২. জন অংশায়ন : জনগণের অংশগ্রহণ সামাজিক কার্যক্রমের একটি স্বীকৃত বিষয়। কেননা সামাজিক কার্যক্রম ও জন অংশায়ন ওতপ্রোতভাবে সম্পর্কিত। সামাজিক কার্যক্রমকে সফল করার জন্য জনগণের ছোঁয়া লাগবেই। অর্থাৎ, এব্যাপারে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন অত্যাবশ্যক।
৩. সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন (Presentation of a proposal) : সামাজিক কার্যক্রম সমাজে বিরাজমান সমস্যাকে চিহ্নিত করে এর সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে। চিহ্নিত সমস্যার প্রস্তাবনার উপর ভিত্তি করে সমস্যা সমাধান বা এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়।
- কার্যকরীকরণ (Enforcement) : সামাজিক কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কার্যকরীকরণ। সামাজিক সমস্যা সমাধান বা মোকাবিলায় যত উপাদানই থাকুক না কেন প্রস্তাবনার কার্যকরীকরণ ব্যতীত সামাজিক কার্যক্রম ফলপ্রসূ হবে না। তাই সামাজিক কার্যক্রম পদ্ধতির সফল অনুশীলনে কার্যকরীকরণ উপাদানের উপস্থিতি অতি জরুরি।
উপসংহার : সামাজিক কার্যক্রম পরিচালিত হয় সমাজকর্মীর মাধ্যমে। মূলত সমাজকর্মের দর্শন এর মধ্যে নিহিত থাকে। ফলে এর সাথে সমাজকর্মীর সংশ্লিষ্টতা থাকে। সামাজিক কার্যক্রমের কর্মসূচি পরিচালনা করতে সমাজকর্মীর উপস্থিতি অপরিহার্য হয়ে পড়ে।