অথবা, আইনানুগ কার্যক্রম মডেলের সংজ্ঞা দাও।
অথবা, আইনানুগ কার্যক্রম কী?
অথবা, আইনানুগ কার্যক্রম কাকে বলে?
উত্তর৷ ভূমিকা : সমাজের নেতৃস্থানীয়রা সমমনা ব্যক্তি, আইন প্রণেতা (সাংসদ) এবং সংস্থার সাথে মিলিত হয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ায় জনকল্যাণ সাধন করা হয়। এই উপমডেলের মাধ্যমে জনগণের সমস্যা প্রতিরোধে প্রচেষ্টা চালানো হয়।সামাজিক আইন প্রণয়ন, সামাজিক নীতির সংশোধন ও সামাজিক কর্মসূচি গ্রহণ করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
আইনানুগ কার্যক্রম মডেল : এই মডেলে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করা হয় :
i. বিজ্ঞানভিত্তিক সম্ভাব্য প্রস্তাব প্রণয়ন। ii. সমস্যার গুরুত্ব এবং তা সমাধানের গুরুত্ব সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কমিশন গঠন করা। iii. জনমত তৈরি। iv. পরীক্ষণের মাধ্যমে নতুন নীতির যথাযথ বাস্তবায়নের সহায়তা।
প্রভাবিত করা, এজন্য পারিশ্রমিক ভিত্তিক করা। vi. সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সভা করা। vii. বিধি/আইন ব্যবস্থার মাধ্যমেঅনুমোদন লাভ করা।
উপসংহার : সামাজিক কার্যক্রমের যেসব মডেল রয়েছে সেগুলো সামাজিক আইন প্রণয়ন, সামাজিক নীতির সংশোধন ও সামাজিক কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে ভুমিকা রাখে।