সমাজকল্যাণ প্রশাসন কি?

অথবা, সমাজকল্যাণ প্রশাসন কাকে বলে?
অথবা, সমাজকল্যাণ প্রশাসনের সংজ্ঞা দাও।
অথবা, সমাজকল্যাণ প্রশাসনের ব্যাখ্যা দাও।
উত্তর৷ ভূমিকা : সমাজকল্যাণ প্রশাসন পেশাদার সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতি। এর উৎপত্তি মূলত সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা থেকে। এটি সমাজকর্মের মৌল পদ্ধতিগুলো বাস্তবায়নে নিয়োজিত প্রতিষ্ঠানের কার্যাবলিকে সুষ্ঠুভাবে বাস্তবায়নে সহায়তা করে। সমাজকল্যাণ প্রশাসন সামাজিক নীতিকে সমাজসেবায় রূপান্তর করে তার মূল্যায়ন ও সংশোধন করার সুচিন্তিত ও সুপরিকল্পিত প্ৰক্ৰিয়া।
সমাজকল্যাণ প্রশাসন : সাধারণত সমাজকল্যাণ প্রশাসন বলতে সেসব প্রতিষ্ঠানের প্রশাসনকে নির্দেশ করে, যেগুলো প্রত্যক্ষভাবে সমাজকল্যাণ বা সমাজসেবামূলক কার্যাবলির সাথে সংশ্লিষ্ট। সমাজকল্যাণ প্রশাসন সামাজিক নীতি ও
আইনের আলোকে জনগণের কল্যাণ সাধনের জন্য সমবেত কার্যক্রম গ্রহণ ও পরিচালনা করে থাকে। একে সমাজকর্ম প্রশাসন বা সামাজিক প্রশাসন নামেও অভিহিত করা হয়ে থাকে।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজকল্যাণ প্রশাসন সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হল :
রাসেল এইচ. কার্ট এর মতে, “সমাজকল্যাণ প্রশাসন সামাজিক নীতিকে সামাজিক সেবায় রূপান্তরিত করার এমন এক প্রক্রিয়া যেখানে বাস্তব অভিজ্ঞতার আলোকে নীতি বা পদ্ধতি সংশোধন করা হয়।” জন, সি. বিডনী এর মতে, “সমাজকল্যাণ প্রশাসন হচ্ছে সামাজিক নীতিকে সমাজসেবায় পরিণত করার এবং
সামাজিক নীতির সংশোধন ও ফলাফল মূল্যায়নের বিশেষ প্রক্রিয়া।”
ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডার এর মতে, “সমাজকল্যাণ প্রশাসন হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান সংগঠিত ও পরিচালনা করার প্রক্রিয়া।”
ড. ডি. পল চৌধুরীর ভাষায়, “সমাজকল্যাণ প্রশাসন হচ্ছে এমন এক প্রক্রিয়া যেখানে সামাজিক প্রতিষ্ঠানের লক্ষ্য ও নীতি পূরণের মধ্য দিয়ে বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যাবলির বাস্তবায়নে পেশাগত যোগ্যতার প্রয়োজন হয়।” মোটকথা, সমাজকল্যাণ নীতি ও কর্মসূচি বাস্তবায়নের জন্য যে প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয় বা পরিচালনা করা
হয় তাকেই সমাজকল্যাণ প্রশাসন বলে। পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে সামাজিক নীতি বাস্তব রূপ লাভ করে। পরিকল্পনা
ও কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নের কৌশলই হচ্ছে সমাজকল্যাণ প্রশাসন।
উপসংহার : উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, প্রধান প্রধান উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ অর্জনের জন্যই সমাজকল্যাণ প্রশাসন পরিচালনা করা হয়। সমাজকল্যাণ প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ হতে শুরু করে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন ও মূল্যায়ন পর্যন্ত দীর্ঘ গতিশীল কর্মপ্রবাহ পরিচালিত করে থাকে সমাজকল্যাণ প্রশাসন।