অথবা, সমষ্টি উন্নয়নের মৌলিক পদ্ধতিসমূহ ব্যাখ্যা কর।
অথবা, সমষ্টি উন্নয়নের মৌলিক কৌশলসমূহ ব্যাখ্যা কর।
অথবা, সমষ্টি উন্নয়নের মৌলিক অ্যাপ্রোচ বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : সমষ্টি উন্নয়ন সমাজকর্মে ব্যবহৃত একটি পদ্ধতি। সারা বিশ্বে এ পদ্ধতিটি খুবই জনপ্রিয়। কারণ এ পদ্ধতির মাধ্যমে অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের অবহেলিত ও সমস্যাগ্রস্ত জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করা হয়। সমষ্টি উন্নয়ন সেজন্য উন্নত বিশ্বে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় পদ্ধতি। সমষ্টি উন্নয়ন কার্যক্রম কতকগুলো নীতিমালার উপর প্রতিষ্ঠিত। এসব নীতিমালার কারণে সমষ্টি উন্নয়ন বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। সঠিক ও বাস্তবসম্মত নীতিমালাই সমষ্টি উন্নয়নকে দিয়েছে সমস্যা সমাধানের অপূর্ব ক্ষমতা।
সমষ্টি উন্নয়নের মৌলিক নীতিমালা : সমষ্টি উন্নয়ন অবহেলিত জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে । সমষ্টি উন্নয়ন কতকগুলো নীতিমালার উপর প্রতিষ্ঠিত। নিম্নে এসব নীতিমালাগুলো আলোচনা করা হল ঃ
১. অনুভূত চাহিদা (Feeling Needs): অনুভূত চাহিদা সমষ্টি উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। সমষ্টি উন্নয়ন কর্মসূচি গ্রহণের সময় খেয়াল রাখতে হয় কাদের জন্য কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। যাদের জন্য কর্মসূচি গ্রহণ করা হবে তাদের কি কি সমস্যা ও চাহিদা রয়েছে। এসব চাহিদা অনুযায়ী সমষ্টি উন্নয়ন কর্মসূচি গৃহীত হয়ে থাকে।
২. জনগণের অংশগ্রহণ (People’s Participation) : জনগণের অংশগ্রহণ সমষ্টি উন্নয়নের অন্যতম নীতি। জনগণ যদি উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ না করে তবে তা সফল হতে পারে না। তাই সমষ্টি উন্নয়নের প্রতিটি পর্যায়ে জনগণের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। কেননা যাদের উন্নয়নের জন্য কর্মসূচি নেওয়া হবে তারা যদি উন্নয়নে
অংশ না নেয় তাহলে তাদের প্রকৃত উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
৩. যৌথ প্রচেষ্টা (Joint Venture) : যৌথ প্রচেষ্টা সমষ্টি উন্নয়নের গুরুত্বপূর্ণ নীতি। সাধারণত সমষ্টি উন্নয়নে পশ্চাৎপদ ও অবহেলিত এলাকার জনগণ ও সরকারের যৌথ প্রচেষ্টার মাধ্যমে কর্মসূচি গৃহীত হয়। সরকার আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে। জনগণ সরকারের সহায়তায় অন্যান্য কর্মসূচির বাস্তবায়নে সহায়তা করে থাকে। সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টা ছাড়া সমষ্টি উন্নয়ন কার্যক্রম চলতে পারে না।
৪. স্থানীয় নেতৃত্ব (Local Leadership) : স্থানীয় নেতৃত্ব সমষ্টি উন্নয়নের অন্যতম নীতি। সমষ্টি উন্নয়ন যেহেতু সরকার ও স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টা সেহেতু সরকারের সহায়তায় স্থানীয় জনগণকেই কর্মসূচি বাস্তবায়ন করতে হয়। স্থানীয় জনগণকে নেতৃত্ব দেওয়ার জন্য নেতার প্রয়োজন হয়। এ নেতৃত্ব তৈরিতে সমষ্টি উন্নয়ন ভূমিকা রাখে। স্থানীয় নেতৃত্বের অভাবে কর্মসূচি ব্যর্থ হতে পারে।
৫. সরকারি সহায়তা (Government Assistance) : সরকারি সহায়তা সমষ্টি উন্নয়নের গুরুত্বপূর্ণ নীতি। সাধারণত
অবহেলিত ও অনুন্নত এলাকার জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকার এ কর্মসূচি গ্রহণ করে। এ কর্মসূচি
বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা করে সরকার। সরকারি সহায়তা ছাড়া এ কর্মসূচি সফল হবে না।
উপসংহার : উপরিউক্ত আলোচনা হতে বলা যায় যে, সমষ্টি উন্নয়ন অনুন্নত ও অবহেলিত জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সারা বিশ্বব্যাপী অনুন্নত ও উন্নয়ন দেশে এর প্রয়োগ ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর যেসব নীতিমালা আছে তা একে স্বতন্ত্র মর্যাদা এনে দিয়েছে। এ নীতিমালার কারণেই সমষ্টি উন্নয়ন দ্রুত সফলতা পাচ্ছে। কারণ সমষ্টি উন্নয়নের নীতিগুলো বাস্তবসম্মত, যুগোপযোগী ও সমাজকর্মের সাথে সম্পর্কিত।