সমষ্টি উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো আলোচনা কর।

অথবা, সমষ্টি উন্নয়ন এর উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ ব্যাখ্যা কর।
অথবা, কী কী লক্ষ্য ও উদ্দশ্য নিয়ে সমষ্টি উন্নয়ন কাজ করে।
তার উত্তরায় ভূমিকা : বর্তমান বিশ্বে সমষ্টি উন্নয়ন ধারণাটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। সমাজকর্মে এ ধারণাটি খুবই গুরুত্ব পেয়েছে। বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশের অর্থনীতিতে, সামাজিক উন্নয়নে এ ধারণাটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সমষ্টি উন্নয়ন মূলত জনগণ ও সরকারের যৌথ প্রচেষ্টার মাধ্যমে গৃহীত এমন কিছু কার্যক্রমের সমষ্টি,
যা জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধনে সহায়তা করে থাকে। ফলে এ ধরনের কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করা থাকে। বিশ্বের বিভিন্ন দেশ সমষ্টি উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধন করেছে।
সমষ্টি উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য : সমষ্টির জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধনে সমষ্টি উন্নয়নের বিকল্প নেই। তবে সমষ্টি উন্নয়নের কতিপয় লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে এ কর্মসূচি বাস্তবায়ন করতে হয়। নিম্নে সমষ্টি উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করা হল।
১. জনগণকে সংগঠিত করা : সংগঠিত জনগণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। কিন্তু জনগণকে সংগঠিত করতে হলে প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো দরকার। সমষ্টি সংগঠন জনগণের মধ্যে সাংগঠনিক কাঠামো গড়ে তোলে। সাংগঠনিক কাঠামো গড়ে তোলার মাধ্যমে সমষ্টি জনগণকে সংগঠিত করে। জনগণকে সংগঠিত করার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম চালায়।
২. পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করা : জনগণকে সংগঠিত করলেই হবে না। সংগঠিত জনগণের জন্য উপযুক্ত পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করতে হবে। পরিকল্পনা ও কর্মসূচি ছাড়া কোন উন্নয়ন সম্ভব নয়। তাই সমষ্টির জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সমষ্টি সংগঠন পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করে।
৩. জনগণের ধ্যানধারণার পরিবর্তন আনয়ন : অজ্ঞতা, নিরক্ষরতা, কুসংস্কার ইত্যাদি কারণে সমষ্টির জনগণের মধ্যে নেতিবাচক ধ্যানধারণা জন্মে। এ ধরনের নেতিবাচক ধ্যানধারণা উন্নয়নের অন্তরায়। সেজন্য আলোচনা সভা, উদ্বুদ্ধকরণ প্রভৃতির মাধ্যমে জনগণের নেতিবাচক মনোভাব দুর করা সমষ্টি উন্নয়নের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
৪. জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ : যে কোন উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে জন অংশগ্রহণ। কেননা জনগণের অংশগ্রহণ সমষ্টি উন্নয়নের প্রাণ। উন্নয়ন কর্মসূচি পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত
জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাই সমষ্টি উন্নয়নে জন অংশগ্রহণ একটা বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য।
৫. স্থানীয় নেতৃত্বের বিকাশ সাধন করা : স্থানীয় নেতৃত্বের বিকাশ সাধন করা সমষ্টি উন্নয়নের অন্যতম প্রধান উদ্দেশ্য। জনগণকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য স্থানীয় নেতৃত্বের প্রয়োজন। সেজন্য স্থানীয় নেতৃত্ব সৃষ্টি ও বিকাশে সমষ্টি উন্নয়ন নেতা নির্বাচন প্রশিক্ষণ দান ও তত্ত্বাবধান করে থাকে।
উপসংহার : উপরিউক্ত আলোচনা হতে একথা বলা যায় যে, গ্রামীণ দরিদ্র ও অবহেলিত জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য জনগণ ও সরকার কর্তৃক গৃহীত যৌথ প্রচেষ্টাই হল সমষ্টি উন্নয়ন। সমষ্টি উন্নয়নের কতিপয় লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। এসব লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগণের ভাগ্য উন্নয়নের চেষ্টা চালানো হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/