অথবা, সমষ্টি সংগঠন কী?
অথবা, সমষ্টি সংগঠন ব্যাখ্যা কর।
অথবা, সমষ্টি সংগঠন সংজ্ঞা দাও।
উত্তর৷ ভূমিকা : আধুনিক সমাজকর্মের মূল লক্ষ্য হল ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করা, যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারে। সেজন্য সমাজকর্ম মৌলিক ও সহায়ক পদ্ধতি নামে দু’টি পদ্ধতি ব্যবহার করে থাকে। সমষ্টি সংগঠন হল সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি। এ পদ্ধতির সাহায্যে সমস্যাগ্রস্ত সমষ্টির সমস্যাবলি চিহ্নিত করে তা যথাযথভাবে মোকাবিলা করতে সমষ্টির জনগণকে সক্ষম করে তোলা হয়। সেজন্য সমষ্টি সংগঠন কতিপয় পদ্ধতি ব্যবহার করে থাকে। এসব পদ্ধতির মাধ্যমে সমষ্টির জনগণের চাহিদা অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করা হয়।
সমষ্টি সংগঠন : সমাজকর্মের যে মৌলিক পদ্ধতির মাধ্যমে কোন সমষ্টির সমস্যাবলি চিহ্নিত করে তা মোকাবিলা করার জন্য ঐ সমষ্টিকে সাথে নিয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয় তাকে সমষ্টি সংগঠন বলে।
প্রামাণ্য সংজ্ঞা : সমষ্টি সংগঠন সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। নিম্নে তাঁদের প্রদত্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা উপস্থাপন করা হল :
সমাজবিজ্ঞানী Marry G. Ross সমষ্টি সংগঠন সম্পর্কে তাঁর ‘Community Organization Theory and Practice’ গ্রন্থে বলেছেন, সমষ্টি সংগঠন এমন একটি প্রক্রিয়া, যা সমষ্টির প্রয়োজন বা লক্ষ্যসমূহ চিহ্নিত, প্রয়োজন বা
লক্ষ্যসমূহকে অগ্রাধিকার প্রদান, সেসব প্রয়োজন বা লক্ষ্য অর্জনে কাজ করার ইচ্ছা ও বিশ্বাস সৃষ্টি সম্ভাব্য সম্পদ (আন্তঃ ও
বহিঃ) খুঁজে বের করে ও প্রয়োজনীয় কর্মপন্থা গ্রহণ করে এবং এসব করতে গিয়ে সমষ্টিতে সামরিক ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি ও অনুশীলনের প্রসার সাধন করে। মাধ্যমে কোন এর
W. A. Friedlander সমষ্টি সংগঠনের সংজ্ঞায় বলেছেন, “সমষ্টি সংগঠন এমন একটি সমাজকর্ম পদ্ধতি, যার মাধ্যমে কোন একটি নির্দিষ্ট এলাকার সমাজকল্যাণমূলক প্রয়োজন ও সম্পদের মধ্যে ফলপ্রসূ সামঞ্জস্য বিধান করা হয়।” Aurthun Dunham সমষ্টি সংগঠনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, “Community organization is the
process of bringing about maintaining adjustment between social welfare needs and social welfare resources in geographical or a special field of service.” অর্থাৎ, সমাজকল্যাণের ক্ষেত্রে সমষ্টি লংগঠন হচ্ছে সমাজসেবার কোন বিশেষ ক্ষেত্র অথবা কোন ভৌগোলিক এলাকার সমাজকল্যাণের প্রয়োজনসমূহ ও
নমাজকল্যাণ সম্পদের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়া বিশেষ। সুতরাং উপরিউক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, সমষ্টি সংগঠন এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে সমষ্টির প্রয়োজন চাহিদাসমূহ খুঁজে বের করে সে প্রয়োজন ও সম্পদের মাঝে সমন্বয় সাধনের মাধ্যমে সমষ্টির সমস্যা মোকাবিলা করে থাকে।
উপসংহার : উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে, একটি সমষ্টির সমস্যা ও সম্পদসমূহ চিহ্নিত করে=াদের সমস্যাবলি সুষ্ঠুভাবে সমাধানের জন্য সমষ্টি সংগঠনকে অনেক রকম পদ্ধতির আশ্রয় গ্রহণ করতে হয়। এসব পদ্ধতির সঠিক ও যথাযথ প্রয়োগের উপরই সমষ্টি সংগঠনের কার্যকারিতা অনেকটা নির্ভর করে।