অথবা, দলীয় প্রক্রিয়া কী?
অথবা, দলীয় প্রক্রিয়ার সংজ্ঞা দাও।
অথবা, দলীয় প্রক্রিয়া কাকে বলে?
উত্তর৷ ভূমিকা : দল সমাজকর্মের সাথে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো দলীয় প্রক্রিয়া এবং দল সমাজকর্ম প্রক্রিয়া। দলীয় প্রক্রিয়ার মাধ্যমে দল সমাজকর্ম বাস্তবায়িত হয়। আর দল সমাজকর্মী দলীয় প্রক্রিয়াকে প্রভাবিত করার মাধ্যমে দল সমাজকর্ম প্রক্রিয়া কার্যকর করেন। বস্তুত দলীয় প্রক্রিয়া এবং দল সমাজকর্ম প্রক্রিয়া পরস্পর
অবিচ্ছেদ্যভাবে সমাজকর্মীদের বিশেষভাবে জ্ঞানার্জন করতে হয়।
দলীয় প্রক্রিয়া : দলীয় প্রক্রিয়া বলতে দলের সদস্যদের পারস্পরিক মিথস্ক্রিয়ার বা পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়ার যে কোন প্রকাশকে বুঝানো হয়ে থাকে। দলীয় সদস্যরা এক সাথে কাজ করতে, চলতে ফিরতে, এক সাথে মিশতে বা পারস্পরিক যোগাযোগ রক্ষা করতে গিয়ে যেভাবে পারস্পরিক ভাবের আদানপ্রদান করে তার বহিঃপ্রকাশই দলীয় প্রক্রিয়া (Group process)।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী দলীয় প্রক্রিয়া সম্পর্কে বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা উপস্থাপন করা হলো :
সমাজবিজ্ঞানী Murjorie Murphy এর মতে, “Group process is the totality of the group interaction, developments and changes which occur in group life.” অর্থাৎ, দলীয় জীবনে যেসব মিথস্ক্রিয়া,
উন্নতি ও পরিবর্তন ঘটে সেসবের সামগ্রিক ধরন হচ্ছে দলীয় প্রক্রিয়া। সমাজবিজ্ঞানী Garvin এর মতে, “These changes occurring in the activities and interactions of group maintains.”
group members that are related to changes in goal attainment and
on in Emanuel Tropp (1977) বলেছেন, “Group process is that psychological interaction that goes every group.”
.” অর্থাৎ, দলীয় প্রক্রিয়া সেই মনস্তাত্ত্বিক মিথস্ক্রিয়া যা প্রত্যেক দলেই সংঘটিত হয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি যে, দলীয় জীবনে দলের সদস্যদের পারস্পরিক মিথস্ক্রিয়ার বা পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়ার বহিঃপ্রকাশই হচ্ছে দলীয় প্রক্রিয়া। দলীয় প্রক্রিয়া দলের সদস্যদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়, আলাপ-আলোচনা, একে অপরের প্রতি মনোভাব ব্যক্ত, সহযোগিতা, দ্বন্দ্ব ইত্যাদির মাধ্যমে প্রকাশিত হয় ।