দলের গতিশীলতা বলতে কী বুঝ?

অথবা, দলীয় গতিশীলতা কী?
জাত অথবা, দলীয় গতিশীলতার সংজ্ঞা দাও।
অথবা, দলীয় গতিশীলতার ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা : সামাজিক দল একটি পরিবর্তনশীল প্রকৃতির সামাজিক প্রতিষ্ঠান। দলীয় সদস্যদের পারস্পরিক মিথস্ক্রিয়ার প্রভাবে দলের মধ্যে ধারাবাহিক পরিবর্তন চলতে থাকে। এটি দলের স্বাভাবিক ধর্ম। বস্তুত দলভুক্ত সদস্যদের পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়ার মধ্য দিয়ে দলের কাঠামোগত ও ক্রিয়াগত পরিবর্তন ঘটে সজীব, সক্রিয়, চলমান ও কর্মমুখর হয়। দলের এরূপ অবস্থা হলো গতিশীলতা। এর ফলে দলীয় সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসে এবং দলের সদস্যদের মধ্যে সম্পর্ক গভীর হয়। দল পরিবর্তনমুখিতায় গতিশীল হবার পিছনে পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়া ছাড়াও অন্যান্য অনেক উপাদান জড়িত। এসব উপাদানের প্রভাবে নির্ধারিত হয় দলের গতিশীলতা, আর এক্ষেত্রে দলকে উদ্দেশ্যাভিমুখী ও কাঙ্ক্ষিত ফলবাহী করতে হলে সমাজকর্মী দলের গতিশীলতার জ্ঞানকে কাজে লাগাতে হয়।
দলীয় গতিশীলতা : গতিশীলতা প্রত্যয়টি পরিবর্তন বা সচলতাকে নির্দেশ করে। দলীয় মিথস্ক্রিয়াই একটি দলকে গতিশীল বা সচল করে তোলে। এজন্য বলা যায়, দলীয় মিথস্ক্রিয়ার প্রভাবে দলের গঠন কাঠামো এবং দলীয় সদস্যদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে ধারাবাহিক পরিবর্তন চলতে থাকে তাকে দলীয় গতিশীলতা বলা হয়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানীদের দ্বারা এবং বিভিন্ন গ্রন্থে দলীয় গতিশীলতার বিভিন্ন সংজ্ঞা প্রদান করা হয়েছে। নিম্নে তাঁদের সর্বাধিক গ্রহণযোগ্য কয়েকটি সংজ্ঞা উপস্থাপন করা হলো :
সমাজকর্ম অভিধান (Social Work Dictionary) প্রদত্ত সংজ্ঞানুযায়ী, “দলীয় গতিশীলতা হচ্ছে সামাজিক দলের মধ্যে সদস্যদের পারস্পরিক তথ্যের আদানপ্রদান এবং ক্ষমতার প্রভাব পরিবর্তনের প্রবাহ। এরূপ দলীয় পরিবর্তন দলীয় নেতা বা সাহায্যকারী পেশাদার ব্যক্তি দ্বারা সংশোধিত এবং পূর্বনির্ধারিত কল্যাণধর্মী দলীয় লক্ষ্যার্জনে ব্যবহৃত হতে পারে।”
ডি. কার্টরাইট ও আলভিন জান্ডার (D. Cartwright & Alvin Zander) দলীয় গতিশীলতার সংক্ষিপ্ত সংজ্ঞায় বলেছেন, “দলীয় গতিশীলতা হলো অনুসন্ধানের এমন একটি ক্ষেত্র যা দলীয় প্রকৃতি, দলীয় উন্নয়নের ধারা এবং ব্যক্তি, অন্যান্য দল ও বৃহৎ সামাজিক প্রতিষ্ঠানের সাথে দলের পারস্পরিক সম্পর্ক বিষয়ক জ্ঞান প্রসারে নিয়োজিত।” সামাজিক বিজ্ঞান অভিধান (Dictionary of Social Sciences) এর সংজ্ঞা অনুযায়ী “Group dynamics denotes the study of the structure and functioning of groups, notably the psychological aspects of social group with social reference to the changing pattern of a intra group adjustment, tension, conflicts and coercion and the shifts in relation of one group with another.”
উপসংহার : উপরের সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, দলীয় সম্পর্কের পরিবর্তনশীল প্রকৃতি, ধরন, বৈশিষ্ট্য ইত্যাদি অধ্যয়নই দলীয় গতিশীলতা। অর্থাৎ মিথস্ক্রিয়া বা মিথস্ক্রিয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে দলীয় সদস্যদের
পারস্পরিক সম্পর্কের যে ধারাবাহিক পরিবর্তন সাধিত হয় তাকেই দলীয় গতিশীলতা বলে ।