অথবা, কী কী লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দল সমাজকর্ম কাজ করে থাকে?
অথবা, দল সমাজকর্মের উদ্দেশ্যগুলো লিখ।
অথবা, দল সমাজকর্মের প্রকৃতি বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। এটি এমন এক ধরনের পেশা যা ব্যক্তি, দল তথা সমষ্টির যাবতীয় সমস্যার সুষ্ঠু সমাধান করে এবং ব্যক্তি, দল ও সমষ্টির সদস্যদের বিকাশ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সমাজকর্মের কতকগুলো মৌলিক পদ্ধতি রয়েছে। এর মধ্যে অন্যতম হলো দল সমাজকর্ম পদ্ধতি। এটি দলের সাথে কাজ করার একটি গঠনমূলক, ধারাবাহিক ও সুপরিকল্পিত প্রক্রিয়া। দল সমাজকর্ম সুনির্দিষ্ট উদ্দেশ্যে কতকগুলো প্রক্রিয়ার মাধ্যমে দলীয় সদস্যদের ক্রিয়াপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে গঠনমূলক দলীয় অভিজ্ঞতার মাধ্যমে তাদের সামাজিক ভূমিকার উন্নয়ন ও দলীয় লক্ষ্যার্জনে সহায়তা করে।
দল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য : দল সমাজকর্ম পদ্ধতি একটি সফলকারী প্রক্রিয়া। সফলকারী প্রক্রিয়া হিসেবে দল সমাজকর্মের উদ্দেশ্য হলো দলীয় পরিবেশে ব্যক্তির বিকাশ এবং সেই সাথে সামাজিক উন্নয়নের লক্ষ্যে দলীয় অভিজ্ঞতা প্রয়োগের মাধ্যমে দলকে সাহায্য করা। আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতির (NASW) The practice committee (1980) দল সমাজকর্মের কতকগুলো উদ্দেশ্যকে ব্যাখ্যা করেছে। এ কমিটির মতে দল সমাজকর্মের উদ্দেশ্যগুলো হলো :
ক. দলীয় সদস্যদের ব্যক্তিগত ও সামাজিক ভূমিকা পালন, ক্ষমতার উন্নয়ন ও সংরক্ষণে সাহায্য করা,
খ. দলীয় সদস্যদের সম্ভাবনাময় ভূমিকা বিপদগ্রস্ত বা সংকটের সম্মুখীন হলে প্রতিরোধের উদ্দেশ্যে অনুশীলন করা,
গ. সদস্যদের আচরণগত সমস্যার ক্ষেত্রে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং
দলের সাধারণ বিকাশ ও উন্নতির ক্ষেত্রে সমস্যা দেখা দিলে সদস্যদের ব্যক্তিগত উন্নতি, শিক্ষা ও দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে সাহায্য করা।
Social Work Dictionary প্রদত্ত ব্যাখ্যা অনুযায়ী দল সমাজকর্মের উদ্দেশ্যগুলো নিম্নরূপ : সদস্যদের মধ্যে তথ্যের বিনিময় (Exchanging information),
খ. সামাজিক ও মানসিক দক্ষতা বৃদ্ধি (Developing social and mental skills),
গ. মূল্যবোধগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন (Changing value orientations) এবং
সমাজবিরোধী আচারআচরণকে কল্যাণমুখী ও উৎপাদনশীল খাতে পরিবর্তন (Diverting antisocial behaviours into productive channels) | সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আমরা দল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যকে নিম্নোক্তভাবে বর্ণনা করতে পারি :
১. দলীয় সদস্যদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করা : দল সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দলীয় সদস্যদের সামাজিক অভিযোজনের (Social adjustment) ক্ষমতা বৃদ্ধি ও পুনরুদ্ধার করা ।
২. সামাজিক সচেতনতা বৃদ্ধি করা : দলীয় সদস্যদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও দল সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। দল সমাজকর্মী দলের সদস্যদেরকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতনতা প্রকাশ করতে পারেন।
৩. দলের ও সমষ্টির কার্যক্রমে সদস্যদের অংশগ্রহণে সাহায্য করা : দল সমাজকর্মীগণ কর্তৃক পরিকল্পিত পরিবর্তন আনয়নের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। এ পরিকল্পিত পরিবর্তন আনয়নের ক্ষেত্রে স্বীয় দল ও সমষ্টির কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব অপরিসীম। এজন্য দল সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো দলের ও সমষ্টির কার্যক্রম সদস্যদের অংশগ্রহণে সাহায্য করা। এ প্রসঙ্গে H. B. Tracker বলেছেন, “It is an objective of group work to help individuals develop their capacity to participate intelligently in the group and communities of which they are part.”
৪. সমষ্টির জীবনমানকে সমৃদ্ধ করা : দল সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সমষ্টির জীবনধারাকে সমৃদ্ধ করা। H. B. Tracker বলেছেন, “Social group work enriches community life when individuals learn how to take responsibility for their own behaviour and how to become participating
members of society. Persons who have had satisfying group relationships become socially nature and learn how to respond to the team work demands of modern day living.”
৫. সমস্যার প্রতিকার করা : দল সমাজকর্ম বিভিন্ন
ও বিচিত্র ধরনের দলের সাথে কাজ করে। এসব দলে নানা ধরনের সমস্যা থাকে। এসব সমস্যার প্রতিকার করাও দল সমাজকর্মের একটি অন্যতম উদ্দেশ্য। Group
psychotherapy programs বা দল মনোচিকিৎসা কর্মসূচিতে দল সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সমস্যাগ্রস্ত সদস্যদের ইতিবাচক পরিবর্তন আনয়নের মাধ্যমে সমস্যার সমাধান করা।
৬. নেতৃত্বের গুণাবলি বিকাশে সাহায্য করা : গণতান্ত্রিক পদ্ধতিতে দলীয় মিথস্ক্রিয়া পরিচালনা করা দল সমাজকর্মের একটি প্রধান লক্ষ্য। গণতান্ত্রিক মূল্যবোধের যথাযথ অনুমান দলকে এমনভাবে সাহায্য করে যাতে সদস্যদের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটে।
৭. সামর্থ্য বৃদ্ধি : দলীয় সদস্যদের সম্পদ ও সুযোগ সুবিধার সদ্ব্যবহার করে তাদের আর্থিক ও কারিগরি সামর্থ্য বৃদ্ধি করাও দল সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য।
৮. দলীয় পরিবেশে ব্যক্তিকে প্রকাশের সুযোগ দান করা : দল সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য হলো দলীয় পরিবেশে ব্যক্তিকে প্রকাশের সুযোগ প্রদান করা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষাপটে বলা যায় যে, সমাজকর্মের প্রতিটি পদ্ধতির ন্যায় দল সমাজকর্মেরও তিপয় মৌলিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। উক্ত উদ্দেশ্যের প্রেক্ষিতে দল সমাজকর্মীরা দলীয় সদস্যদের মাঝে সামাজিক অভিযোজন বৃদ্ধিতে দলীয় সামাজিক সচেতনতার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনে আগ্রহী হন। বস্তুত এসব লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের মাধ্যমেই একটি দলের অস্তিত্ব টিকে থাকে। এসব লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে দল সমাজকর্ম ব্যর্থ হলে তা
দলীয় কল্যাণ বয়ে আনতে পারে না।