মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লিখ ।

অথবা, মুখ্য গোষ্ঠী ও গৌণ দলের মধ্যে বৈসাদৃশ্যগুলো লিখ।
অথবা, মুখ্য গোষ্ঠী ও গৌণ দলের মধ্যে অসামঞ্জস্যগুলো লিখ।
অথবা, মুখ্য গোষ্ঠী ও গৌণ দলের মধ্যে অসাদৃশ্যগুলো লিখ।
উত্তর ভূমিকা : চার্লস হরটন কুলি (Charles Horton Cooley) তাঁর ‘Social Organization’ গ্রন্থে গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছেন। যথা : প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী। এ দুটি গোষ্ঠীর মধ্যকার
পার্থক্য নিম্নে বিধৃত করা হলো :
উপসংহার : পরিশেষে বলা যায় যে, মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও উভয়ের মাধ্যমেই মানুষ সামাজিক মর্যাদা, সামাজিক সম্পর্ক ও সমাজকে টিকিয়ে রাখে এবং পারস্পরিক বন্ধনে আবদ্ধ থাকে। কেননা মুখ্য গোষ্ঠীর সদস্যরাই প্রকারান্তরে গৌণ গোষ্ঠীর সদস্য হিসেবে নানামুখী ভূমিকা পালন করে থাকে।