অথবা, সাহিত্য পর্যালোচনা কাকে বলে?
অথবা, সাহিত্য পর্যালোচনার সংজ্ঞা লিখ।
অথবা,লিটারেচার রিভিউ কাকে বলে?
অথবা, লিটারেচার রিভিউর সংজ্ঞা দাও।
উত্তর৷ ভূমিকা : যে কোনো উন্নয়ন ও সৃষ্টিতে সাহিত্য পর্যালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষয়বস্তু নির্বাচন, গঠন, পদ্ধতি উদ্ভাবন, ফলাফল তুলনা প্রভৃতি কাজ সাহিত্য পর্যালোচনা করে গবেষক সঠিক ধারণা লাভ করেন । সুতরাং সামাজিক গবেষণায় সাহিত্য পর্যালোচনার বিকল্প নেই ।
সাহিত্য পর্যালোচনা : কোনো পুস্তক বা বিষয়ের উপর লিখিত প্রবন্ধের আধেয় ও গুণাবলি তথ্যবহুল আলোচনাকে সাহিত্য পর্যালোচনা বলে ।
Walter. A Borg বলেছেন, “সাহিত্য পর্যালোচনা গবেষণা প্রতিবেদন এবং কারণগত পর্যবেক্ষণের প্রতিবেদন ও
কোনো পরিকল্পিত গবেষণা অনুকল্প সংশ্লিষ্ট মতামতের অবস্থান নির্ণয়, পাঠ এবং মূল্যায়ন নির্দেশ করে ।”
George J. Mouly 4, “The Review of the literature is an exacting task, calling for a deep insight and clear perspective of the overall field.” ESTE TESTIR por nue
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, সামাজিক গবেষণায় সাহিত্য পর্যালোচনা গুরুত্ব অপরিসীম । সাহিত্য পর্যালোচন৷ বৈজ্ঞানিক গবেষণার এমন একটি গুরুত্বপূর্ণ ক্রিয়া যার মাধ্যমে গবেষক গবেষণাকে নিষ্ফল সমাপ্তি, বর্জিত অনুসন্ধান, পণ্ডশ্রম, ত্রুটিপূর্ণ নকশা এবং ভ্রান্ত ফলাফলের হাত থেকে রক্ষা করতে সমর্থ হয়।