আকলে ফাল বা চালক বুদ্ধি কাকে বলে?

অথবা, আকল ফা’ল বা চালক বুদ্ধি বৃত্তি কাকে বলে?
অথবা, আকলে ফাল বা চালক বুদ্ধি কী?
অথবা, আকলে ফাল বা চালক বুদ্ধি বৃত্তি বলতে কী বুঝ?
অথবা, আকলে ফাল বা চালক বুদ্ধি সংক্ষেপে ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা :
মুসলিম দর্শনের ইতিহাসে যে কয়জন খ্যাতনামা দার্শনিক অসামান্য অবদান রেখে চিরস্মরণীয় হয়ে আছে আলকিন্দি তাদের মধ্যে অন্যতম। তিনি দক্ষিণ আরবের কুফা নগরীর কিন্দা গোত্রে ৮১৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি প্রখর মেধা ও চিন্তাশক্তির অধিকারী ছিলেন। আরবদের মধ্যে তিনিই প্রথাগত দর্শন চর্চার সূত্রপাত করেন। মূলত বুদ্ধিবাদী মুতাযিলা সম্প্রদায়ের পরে যে ফালাসিফা সম্প্রদায় আত্মপ্রকাশ করে আলকিন্দি ছিলেন তাদের অগ্রনায়ক।
আলকিন্দির বুদ্ধি : আল কিন্দি আত্মার বুদ্ধিকে চার ভাগে ভাগ করেছেন । যথা :
১. অর্জিত বুদ্ধি
২. সুপ্ত বুদ্ধি
৩. সক্রিয় বুদ্ধি এবং
৪. চালক বুদ্ধি।
চালক বুদ্ধি : চালক বুদ্ধি বা চালক বুদ্ধিবৃত্তি হচ্ছে বিশ্বের অতি মানস। এটি মানুষের বিশিষ্ট শক্তি। এটি নির্গমন নীতির মাধ্যমে খোদা থেকে মানুষের মধ্যে প্রবেশ। এটা প্লটিনাসের নাউস, ফিলোর লগোস অথবা প্লেটোর সার্বিক জগতের অনুরূপ। এটা চিন্তার মৌলিক উৎস, গাণিতিক স্বতঃসিদ্ধ, চিরন্তন সত্য এবং আধ্যাত্মিক বিধি। বিশ্বাস করা হয় যে,
সাধকের জ্যোতি, নবীর প্রত্যাদেশ, কবি, বিজ্ঞানী এবং দার্শনিকের অনুপ্রেরণা এ থেকে আসে। যেহেতু চালক বুদ্ধিবৃত্তি দার্শনিকের বিরুদ্ধে প্রজ্ঞা, নবীগণের প্রত্যাদেশ এবং সাধকদের দূরদৃষ্টি ব্যাখ্যা করতে পারে তাই এটা আশ্চার্য নয় যে, আলকিন্দির ন্যায় সমন্বয়ধর্মী দার্শনিকের নিকট এর বিমুগ্ধকর আবেদন থাকবে। আলকিন্দির মতে, চালক বুদ্ধিবৃত্তি গতিশীল আত্মশক্তি। এ বুদ্ধিবৃত্তি দেহের উপর দিয়ে ক্রিয়া করেও এটা দেহ-
নিরপেক্ষ, অমর ও অবিনশ্বর। আলকিন্দি মনে করেন, মানুষের বুদ্ধিময় আত্মা নির্গমন বিধি অনুসারে চালক বুদ্ধিবৃত্তি থেকে মানব দেহে প্রবেশ করে। কিন্তু মৃত্যুর সাথে সাথে তা আবার মূল উৎসে মিলিত হয়। কিন্তু জৈবিক আত্মা দেহে বিন্যাসের সাথে ধ্বংসপ্রাপ্ত হয়। এ কারণে বুদ্ধিময় আত্মা অমর, চিরন্তন ও অবিনশ্বর।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, জ্ঞানতত্ত্বের ক্ষেত্রে আলকিন্দি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি মনে করেন বুদ্ধি জ্ঞানের যথার্থ উৎস এবং বুদ্ধির বাইরে আমরা কিছু জানি না। তবে বুদ্ধির মাধ্যমে আমরা আল্লাহকে জানতে পারি। তাই তাঁর জ্ঞানতত্ত্ব বুদ্ধির সাথে সম্পর্কিত।