অথবা, ব্রহ্মসূত্র অনুসারে মায়ার স্বরূপ সংক্ষেপে আলোচনা কর।
অথবা, মায়া সম্পর্কে ব্রহ্মসূত্রে কী বলা হয়েছে?
অথবা, ব্রহ্মসূত্র অনুসারে মায়ার প্রকৃতি কী?
অথবা, ব্রহ্মসূত্র অনুসারে মায়ার স্বরূপ কী?
উত্তর৷ ভূমিকা : ভারতীয় দর্শনে মায়া কথাটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ভারতীয় দর্শনে মায়া শব্দটির একক কোন অর্থ নিরূপণ করা সম্ভব হয় নি। মায়া শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। বেদে, উপনিষদে, ভগবদগীতা, ব্রহ্মসূত্রে, গৌড়বাদের দর্শনে, শঙ্করের দর্শনে মায়া কথাটির ধারণা পাওয়া যায়। নিম্নে মায়া সম্পর্কে আলোচনা করা হলো :
ব্রহ্মসূত্রে মায়া : ব্রহ্মসূত্রে ব্রহ্ম সম্পর্কিত ৫৫০টি সূত্র রয়েছে। এ ৫৫০টি সূত্রের একটি হচ্ছে মায়া সম্পর্কিত। এখানে মায়া কথাটি ভ্রম অর্থে ব্যবহৃত হয়েছে। ম্যাক্স মুলারের মতে, মায়া হচ্ছে স্বপ্নের মতো, স্বপ্ন যেমন ক্ষণস্থায়ী এবং অবান্তর ব্যাপার তদ্রূপ মায়া হচ্ছে ক্ষণস্থায়ী এবং বাস্তবতার আলোকে মায়ার কোন মূল্য নেই। পি.ভি. শাস্ত্রী বলেন, এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে, মায়া কথাটির অর্থ হচ্ছে অধ্যাস যা অবান্তর স্বপ্নের সঙ্গে সংগতিপূর্ণ। স্বপ্ন যেমন মিথ্যা ও বাস্তবতা বর্জিত ঠিক তেমনি মায়াও মিথ্যা ও বাস্তবতা বর্জিত।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভারতীয় দর্শনে মায়া কথাটির একক কোন অর্থ নেই। ভারতীয় দর্শনে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এ মায়া কথাটির ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে।