চার্বাক জড়বাদ ও পাশ্চাত্য জড়বাদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখ।

অথবা, চার্বাক জড়বাদ ও পাশ্চাত্য জড়বাদের মধ্যে সম্পর্ক ও পার্থক্য লেখ।
অথবা, চার্বাক জড়বাদ ও পাশ্চাত্য জড়বাদের মধ্যে মিল ও অমিল খুঁজে বের কর।
উত্তর৷ ভূমিকা :
চার্বাকরা জড়কে জগতের একমাত্র আদি সত্তা মনে করেন এবং উল্লেখ করেন যে, জড় থেকেই জগতের সবকিছুর উদ্ভব। এমনকি প্রাণ এবং মনও জড় থেকে উৎপত্তি। চার্বাকগণ জড়বাদী ও ভোগবাদী ছিলেন বলে ভোগবিলাসকেই জীবনের সুখের একমাত্র নীতি বলে গ্রহণ করেন। প্রয়োজনে ঋণ করে হলেও ঘি খাও? চার্বাকরা এ
নীতিতে বিশ্বাসী।
চার্বাক জড়বাদ ও পাশ্চাত্য জড়বাদ : চার্বাক জড়বাদ ও পাশ্চাত্য জড়বাদের মধ্যে কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় নিম্নে সেগুলো আলোচনা করা হলো :
সাদৃশ্য :
১. উভয় মতবাদই প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে মনে করে প্রত্যক্ষিত বস্তু একমাত্র অস্তিত্বশীল।

  1. উভয় মতবাদেই ইচ্ছার স্বাধীনতার বিপক্ষে যুক্তি দেখানো হয়।
    ৩. উভয় মতবাদই মনে করে জড় থেকে জগৎ তথা এর অন্তর্নিহিত সবকিছুর উৎপত্তি হয়েছে। এমনকি প্রাণ ও মনও।
    ৪.উভয় মতবাদেই ঈশ্বর, আত্মা, স্বর্গ, নরক, পরলোক ইত্যাদি অতীন্দ্রিয় বিষয়কে অস্বীকার করা হয়।
    ৫. উভয় মতবাদেই উল্লেখ করা হয় যে, জগতের সৃষ্টির পিছনে কোন উদ্দেশ্য ও পরিণতি নেই। উভয় মতবাদেই ধর্মকে অলীক ও কল্পনা বলে মনে করা হয় এবং বলা হয় ধর্ম হলো রুটি রুজি ও সুবিধাবাদীদের স্বার্থসিদ্ধির একটা দর্শন।
    বৈসাদৃশ্য :
    ১. পাশ্চাত্য জড়বাদ কার্যকারণকে স্বীকার করে। কিন্তু চার্বাক জড়বাদ কার্যকারণকে অস্বীকার করে।
  2. পাশ্চাত্য জড়বাদে শক্তির নিত্যতা নিয়মের সাথে বিরোধ সৃষ্টি করে। কিন্তু চার্বাক জড়বাদে এ ধরনের কথার পরিষ্কার উল্লেখ দেখা যায় না।
    ৩.পাশ্চাত্য জড়বাদে যান্ত্রিক বিবর্তনের উল্লেখ পাওয়া যায়। কিন্তু চার্বাক জড়বাদে এমন কোন উল্লেখ পাওয়া যায় না।
    ৪.পাশ্চাত্য জড়বাদে কেবল জড়কেই একমাত্র উপাদান বলে প্রমাণ করা হয়। কিন্তু চার্বাক জড়বাদে মাটি, পানি, আগুন ও বায়ু এ চারটি মৌলিক উপাদানের কথা উল্লেখ করা হয়।
    ৫. চার্বাক জড়বাদে স্বজ্ঞাবাদ, দেহাত্মবাদ, দৃষ্টিবাদ ও বস্তুবাদ সম্পৃক্ত। কিন্তু পাশ্চাত্য জড়বাদী ব্যাখ্যায় এ ধরনের কোন মতবাদের উল্লেখ পাওয়া যায় না।
    উপসংহার : পরিশেষে বলা যায় যে, চার্বাকদের মতে, জড়পদার্থ একমাত্র সত্তা। জড়বাদী হওয়ার কারণেই দর্শন আত্মা বা ঈশ্বরে বিশ্বাস করে না। জাগতিক সুখ ভোগকে সাধারণ মানুষের জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। সাধারণ লোকের চিন্তা ও ভাবধারাকে এ দর্শন ব্যক্ত করে বলে একে লোকায়িত দর্শন বলে। এ দর্শনের সাথে পাশ্চাত্য দর্শনের কিছু বৈসাদৃশ্য থাকলেও চার্বাকদের জড়বাদী ধারণা স্বাতন্ত্র্যের দাবি রাখে।