ব্রাহ্মণ ও পুরোহিতদের বিষয়ে চার্বাকদের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা কর।

অথবা, চার্বাক দর্শনে ব্রাহ্মণ ও পুরোহিতদের অবস্থান কী তা সংক্ষেপে ব্যাখ্যা কর।
অথবা, চার্বাকরা ব্রাহ্মণ ও পুরোহিতদের ব্যাপারে কী মনোভাব ব্যক্ত করেন?
উত্তর৷ ভূমিকা :
ভারতীয় দর্শনের ইতিহাসে চার্বাক দর্শন এক উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। চার্বাক দর্শন জড়বাদী দর্শন। চার্বাক দর্শন তার জ্ঞানতত্ত্বের উপর প্রতিষ্ঠিত। চার্বাক দর্শন সম্পর্কে কোন প্রামাণিক গ্রন্থ নেই। কিন্তু বেদ, রামায়ণ, মহাভারত এবং বৌদ্ধ সাহিত্যের বিভিন্ন স্থানে চার্বাক দর্শনের উল্লেখ পাওয়া যায়। তাই বলা হয় যে, চার্বাক দর্শন অতি প্রাচীন।
চার্বাক দর্শনে ব্রাহ্মণ ও পুরোহিতদের স্থান : চার্বাকরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না। তারা ঈশ্বরের সত্তা স্বীকার করেন না, কারণ ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না। চার্বাকরা যেহেতু ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না তাই ঈশ্বরের ধারণার পুরোধা হিসেবে ব্রাহ্মণ ও পুরোহিতদের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করেন।
জনসাধারণকে প্রলুব্ধকারী : চার্বাকগণ বলেন, ব্রাহ্মণ ও পুরোহিতরা অজ্ঞান জনসাধারণকে ঈশ্বরের ভ্রান্ত ধারণা দ্বারা প্রলুব্ধ করে। সাধারণ জনগণ যারা দার্শনিক জ্ঞানসম্পন্ন নয় তাদেরকে পরজগতের নানা প্রলোভন দেখিয়ে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস স্থাপন করতে বাধ্য করে ব্রাহ্মণ ও পুরোহিতরা।
ঈশ্বরের ধারণার স্রষ্টা : চার্বাকরা বলেন, বাস্তবে ঈশ্বর বলে কোন সত্তা নেই । জগৎ সৃষ্টির জন্য অতীন্দ্রিয় ঈশ্বরের কোন প্রয়োজন হয় না। কিন্তু ধর্ম ব্যবসায়ী ব্রাহ্মণ ও পুরোহিতরা কাল্পনিক ঈশ্বরের ধারণা প্রচার করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদেও জীবিকা অর্জন করছে।
ব্রাহ্মণ ও পুরোহিতরা ধূর্ত : চার্বাকদেও মতে, ব্রাহ্মণ ও পুরোহিতরা ঈশ্বরের ধারণা সৃষ্টি করে মানুষকে ঈশ্বরের পূজা করার জন্য প্ররোচিত করে। তাদের কথা শুনে যারা ঈশ্বরের বিশ্বাস স্থাপন করে তাদেরকে নানাভাবে ব্যবহার করে নিজেদেরকে রুজির চিন্তা করে ব্রাহ্মণ ও পুরোহিতরা। এজন্য তাদেরকে ধূর্ত আখ্যা দিয়ে চার্বাকরা বলেন, এই ধূর্ত পুরোহিত ও ব্রাহ্মণদেরকে বিশ্বাস করা মানুষের উচিত নয়।
পৌরাণিক গল্পের স্রষ্টা : ঈশ্বরকে নানাভাবে তুষ্ট করে পরজন্মে সুখভোগের নিশ্চয়তার গল্পের স্রষ্টা হচ্ছেন ব্রাহ্মণ ও পুরোহিতরা। চার্বাকরা মনে করেন, পরজন্ম সুখভোগের আশায় ঈশ্বরকে তুষ্ট করার জন্য তাঁর পূজা অর্চনা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।
ধর্ম ব্যবসায়ী : ব্রাহ্মণ ও পুরোহিতরা ধর্মের নানা পৌরাণিক গল্প এবং নানা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে নিজেদের জীবিকা নির্বাহ করে। তাই চার্বাকরা মনে করেন, ব্রাহ্মণ ও পুরোহিতরা আসলে ধর্ম ব্যবসায়ী ছাড়া আর কিছু নয়।
ভন্ড ও প্রতারক : চার্বাকরা মনে করেন, ব্রাহ্মণ ও পুরোহিতরা ধর্মের নামে মানুষের সাথে প্রতারণা করছে। ধর্মের দোহাই দিয়ে তারা অজ্ঞান শ্রেণির লোকদেরকে আত্মসাৎ করছে। ধর্মীয় কল্পকাহিনীর দ্বারা মানুষের মনে ভীতির সঞ্চার করে তাদের সাথে প্রতারণা করায় চার্বাকরা ব্রাহ্মণ ও পুরোহিতদেরকে ভণ্ড ও প্রতারক বলে আখ্যায়িত করেছেন।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, চার্বাকগণ হচ্ছে নিরীশ্বরবাদী। আর এ কারণে তারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস স্থাপনকারী এবং ঈশ্বরের ধারণার প্রচারক ব্রাহ্মণ ও পুরোহিতদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ধর্ম বিশ্বাসীগণ চার্বাকদের মতবাদের সমালোচনা করলেও যৌক্তিক দিক থেকে বিচার করে বলা যায় চার্বাকরা ব্রাহ্মণ ও পুরোহিতদের ব্যাপারে যে মত পোষণ করেছেন তা যথেষ্ট গুরুত্বের দাবিদার।