আধুনিকীকরণ তত্ত্ব কী?

অথবা, আধুনিকীকরণ তত্ত্বের সংজ্ঞা দাও।
অথবা, আধুনিকীকরণ তত্ত্ব বলতে কী বুঝায়?
অথবা, আধুনিকীকরণ তত্ত্ব কাকে বলে?
উত্তরা৷ ভূমিকা :
আধুনিকীকরণ তত্ত্ব আধুনিক সমাজতত্ত্বের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আধুনিকীকরণের প্রক্রিয়া নিয়েও আলোচনা করে। সমাজবিজ্ঞানের উৎপত্তির সাথে সাথে আধুনিকীকরণ তত্ত্ব প্রসার লাভ করে। বর্তমানে সামাজিক চিন্তার ক্ষেত্রে আধুনিকীকরণ তত্ত্ব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছে। সামাজিক বিষয়ের প্রতিটি ক্ষেত্রে আধুনিকীকরণের প্রভাব স্পষ্ট। মূলত আধুনিকীকরণ তত্ত্ব সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আধুনিকীকরণ কি তথা আধুনিকীকরণ বলতে প্রধানত কি বুঝায় সে সম্পর্কে সার্বিক ধারণা থাকতে হবে।
আধুনিকীকরণ (Modernization) : আধুনিকীকরণ শব্দের অর্থ মূলত পাশ্চাত্যকরণ। ‘আধুনিকীকরণ’ বা
‘Modernization’ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ‘Modernus’ থেকে। ষষ্ঠ শতাব্দীতে সমসাময়িক সাহিত্যকে ধ্রুপদী সাহিত্য থেকে পৃথক করার জন্য এটি ব্যবহৃত হতো। ষোড়শ শতকে Modernization শব্দটি ব্যবহৃত হতো সাহিত্য, স্থাপত্য ও ফ্যাশনে নতুন কোন ধারণাকে রূপায়ণ করতে। তবে আধুনিকীকরণ শব্দটির ব্যবহার শুরু হয়েছে অতি সম্প্রতি। অনেক সমাজতাত্ত্বিক মনে করেন ১৯৪৯ সালে অনুন্নত বিশ্ব সৃষ্টি হওয়ার পর থেকে প্রথম যে তত্ত্ববিশ্ব গড়ে উঠল তা আধুনিকীকরণ নামে পরিচিত। আধুনিকায়নের সহজ অর্থ হলো, অনুন্নত দেশকে উন্নত দেশের বৈশিষ্ট্যে রূপান্তর করা বা উন্নত দেশের মতো করে গড়ে তোলা। তাই বলা যায়, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে শিল্পপূর্ব ও সনাতনী পুরাতন সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা ও বিন্যাস শিল্পোন্নত সমাজব্যবস্থার দিকে প্রবর্তিত হয় তাই আধুনিকীকরণ বা আধুনিকীকরণ।
প্রামাণ্য সংজ্ঞা : আধুনিকীকরণ সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের উল্লেখযোগ্য কিছু সংজ্ঞা দেয়া হলো :
স্মেলসার (Smelser) তাঁর Sociology গ্রন্থে বলেছেন, “Modernization a complex set of changes that take place in a almost every part of a society as its attempts to industrialize.” অধ্যাপক এল. ডব্লিউ পাই (L. W. Pye) এর মতে, “আধুনিকীকরণ সামাজিক পরিবর্তনের সে প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় গ্রাম বা কূলভিত্তিক সমাজসমূহ আধুনিক শিল্পায়িত এবং শহরকেন্দ্রিক জগতের চাপ ও আবেদনে সাড়া দিতে বাধ্য হয়।”
কার্ল ডয়েস (Karl Deutsch) এর ভাষায়, “আধুনিকীকরণ এমন একটি প্রক্রিয়া যেখানে পুরাতন সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক মূল্যবোধসমূহ ছিন্ন ও লুপ্ত হয়ে যায় এবং জনগণ নবতর সামাজিকীকরণ বিন্যাস ও নবতর সামাজিক আচরণের জন্য প্রস্তুত হয়।”
ডব্লিউ. ডব্লিউ রস্টো (W. W. Rostow) এর মতে, আধুনিকীকরণ প্রক্রিয়ায় মানুষের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রকৃতির উপর মানুষের ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।” (Modernization is the process of rapidly widening control over nature through chosen co-operation among men.)
ডব্লিউ. ই. মুর (W. E. Moore) তাঁর ‘Social Change (1963)’ গ্রন্থে বলেন, “আধুনিকীকরণ হচ্ছে সমাজের অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতাযুক্ত উন্নত পশ্চিমা দেশসমূহের প্রযুক্তিগত কলাকৌশল ও আনুষ্ঠানিক সামাজিক সংগঠনে সাবেকি ও প্রাক আধুনিক সমাজের রূপান্তর বা সামগ্রিক পরিবর্তন।”
অধ্যাপক এস. পি হান্টিংটন (S. P. Huntington) এর মতে, “Modernization is a multifaced process involving change in all areas of human thought and activity.”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, আধুনিকীকরণ কোন দর্শন বা আন্দোলন নয় এবং এটি সামাজিক পরিবর্তনের প্রক্রিয়াকেই নির্দেশ করে। আধুনিক জীবন ও মূল্যবোধের সাথে উপযোজন করার প্রক্রিয়ার মধ্য দিয়ে আধুনিকীকরণকে বুঝা যায়।