অথবা, সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও?
অথবা, সামাজিক পরিবর্তন কী?
অথবা, সামাজিক পরিবর্তন কাকে বলে?
উত্তর৷৷ ভূমিকা : সমাজ রাষ্ট্রের চেয়ে বৃহত্তর প্রতিষ্ঠান। রাষ্ট্রের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক, সমাজের জন্য নয়। কয়েকটি রাষ্ট্রের আয়তনের মধ্যে সমাজ বিদ্যমান, আবার একই রাষ্ট্রের মধ্যে বহু সমাজের অস্তিত্ব লক্ষ্য করা যায়। অধ্যাপক ম্যাকাইভার এর মতে, “এটা সমগ্র সামাজিক সম্পর্কের ব্যবস্থা” (The whole system of social relationship)। তিনি আরো বলেছেন, “যেসব সামাজিক সম্মতির মধ্যে আমরা জীবনযাপন করি তার সঠিক রূপই হলো সমাজ।” আর এ সমাজে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। তখন এর নাম হচ্ছে সামাজিক পরিবর্তন। এ পরিবর্তনের অর্থ হচ্ছে আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও জীবনাদর্শের পরিবর্তন।
সামাজিক পরিবর্তন (Social change) : সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোর পুনর্গঠন বা রূপান্ত রকে বুঝায়। অন্যভাবে বলা যায়, একটি বিশেষ সামাজিক রূপ থেকে অন্যরকম ধারণা করাকেই সামাজিক পরিবর্তন বলে। আর এ রূপান্তর কখনো স্থায়ী আবার কখনো অস্থায়ী কখনো বাহ্যিক বা বস্তুগত আবার কখনো অভ্যন্তরীণ বা অবস্তুগত হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বস্তুত, সামাজিক পরিবর্তন সামগ্রিক অর্থই ব্যাপক। সমাজের যে কোন পরিবর্তন সামাজিক পরিবর্তন হিসেবে বিবেচিত হয় না। সামাজিক পরিবর্তন হলো সমাজবদ্ধ মানুষের জীবনধারায় প্রচলিত প্রাতিষ্ঠানিক অবস্থা, বৈষয়িক আচরণ, অর্থাৎ সমাজকাঠামো, সামাজিক সংগঠন সামাজিক মিথষ্ক্রিয়া, সামাজিক কার্যপ্রক্রিয়া প্রভৃতির পরিবর্তন।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের প্রদত্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা তুলে ধরা হলো :
এ. এম. রস (A. M. Rose) সামাজিক পরিবর্তনের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন, “We should define social change as modification in the meaning and values hed by society or by important subgroups in the society.” bodo riguomil sunn এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল সায়েন্স এর বিবরণ অনুযায়ী, “সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক কাঠামোসমূহের মধ্যে নৈতিক মানদণ্ড, মূল্যবোধ, সাংস্কৃতিক কৃষ্টি ও প্রতীকসহ এসব কাঠামোর পরিণতি ও বাহ্যিক রূপের তাৎপর্যপূর্ণ পরিবর্তন সংগঠিত হওয়া।”
গার্থ ও মিল (Garth and Mills) সামাজিক পরিবর্তনের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন, “সময়ের পরিবর্তনের সাথে বিভিন্ন প্রকার রীতিনীতি, প্রতিষ্ঠান ও সামাজিক ব্যবস্থার যে পরিবর্তন ঘটে তাই মূলত সামাজিক পরিবর্তন।” সমাজবিজ্ঞানী রবার্টসন (Rovertson) বলেন, “সময়ের ব্যবধান সামাজিক আচরণ, সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠান এবং সর্বোপরি সমাজকাঠামো ধরনের মধ্যে যে রদবদল বা পরিবর্তন ঘটে তার নামই সামাজিক পরিবর্তন।
মরিস জিন্সবার্গ (M. Ginseburg) এর মতে, “সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোতে অর্থাৎ কোন সমাজের আয়তন, এর অংশসমূহের গঠন রীতি বা ভারসাম্য কিংবা সংগঠনের মধ্যে সাধিত কোন পরিবর্তনকে বুঝায়।”
ডব্লিউ. এফ. অগবার্ন (W. F. Ogburn) সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, “সমাজে বসবাসকারী জনগণের কৃষ্টিগত ও সাংস্কৃতিক পরিবর্তনের নাম সামাজিক পরিবর্তন।” কিংসলে ডেভিস (Kingsly Davise) বলেন, “সামাজিক পরিবর্তন হলো সমাজকাঠামো ও এর কার্যাবলির পরি বর্তন।”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, সামাজিক পরিবর্তন বলতে সমাজবদ্ধ মানুষের আচার আচরণগত প্রক্রিয়ার পরিবর্তনকে বুঝায়।