সামাজিক প্রগতি বলতে কী বুঝ?

অথবা, সামাজিক প্রগতির সংজ্ঞা দাও।
অথবা, সামাজিক প্রগতি কী?
অথবা, সামাজিক প্রগতি কাকে বলে?
উত্তর৷ ভূমিকা :
মানবসমাজ পরিবর্তনশীল। পরিবর্তন তার নিয়ম। যুগ যুগ ধরে পৃথিবীর মানুষের সমাজব্যবস্থা, রীতিনীতি ও চিন্তাধারা যেরূপ ছিল আজ তার পরিবর্তন হয়েছে। মানুষের বিভিন্নস্তরে অর্থনৈতিক অবস্থার মধ্যে তাদের সামাজিক রীতিনীতি, আচরণবিধি এবং চিন্তাধারাও বিভিন্ন রকম ছিল। বস্তুত মানুষ যখন একপ্রকার অর্থনৈতিক জীবন ধারা থেকে পরবর্তী অর্থনৈতিক জীবনধারণের স্তরে এসেছে, তখন তার সামাজিক উন্নয়ন বা প্ৰগতি বুঝায় ।
সামাজিক প্রগতি : প্রগতি বা উন্নয়নের অর্থ হচ্ছে সমাজে আশানুরূপ পরিবর্তন। এর সাথে জড়িত আছে সার্থকতা ও কাজের মূল্যবোধ। সাধারণ অর্থে উন্নয়ন বলতে আমরা বুঝে থাকি প্রগতি। কিন্তু সমাজবিজ্ঞানিগণ উন্নতিকে ব্যাখ্যা করে বলেছেন, বিশেষ তুলনায় উন্নতির বিশেষণ প্রয়োজন। কারণ যখন উন্নতি শব্দটি আসে তখন ‘অবনতি’ একটি জোরালো শব্দ পিছনে থেকে যায়। আবার যখন সাধারণ অর্থে উন্নতিকে বিশেষণ করি তখন এর অর্থ দাঁড়ায় কোন কাজের পূর্ণবিকাশ বা ফল। যেমন- আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি ‘কাজের উন্নতি’ স্বাস্থ্যের উন্নতি ও দেশের উন্নতি ইত্যাদি । FINC কিন্তু সমাজবিজ্ঞানে উন্নতি শব্দটি সাধারণ অর্থ মতো ব্যবহার করা কঠিন হয়ে দাঁড়ায় কারণ সামাজিক উন্নতির কোন নিঃশ্চয়তা নেই বা বিশেষ কোন ঘটনার পরিপূর্ণতা বুঝতে পারে বা উন্নতি ও অবনতির পার্থক্য নির্ধারণ করতে পারে। সামাজিক পদ্ধতিতে মাত্র দুটি জোরালো শব্দের ক্ষেত্রে উন্নতি ব্যবহার করা যায়। যেমন- একটি হলো যান্ত্রিক উন্নতি ও অপরটি হলো অর্থনৈতিক উন্নতি। মানুষ জ্ঞান দ্বারা সমাজে অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে এবং যন্ত্রের দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে। আধুনিক যুগের সমাজবিজ্ঞানিগণ উন্নতি শব্দটিকে সম্পূর্ণ আলাদাভাবে ব্যাখ্যা করেছেন। প্রথমত, দুই প্রকার সমাজের তুলনা করেছেন। যথা : শিল্প সমাজ ও শিল্পোয়নবিহীন অন্যান্য সমাজ। শিল্প সমাজ হচ্ছে কৃষিভিত্তিক সমাজ ও পলি সমাজ। কিভাবে কৃষিভিত্তিক ও পলি সমাজকে শিল্পোন্নত সমাজে গড়া যায় এবং নিম্ন আয় হতে উচ্চমানের আয়ের উন্নতি প্রকল্পে পৌঁছে যায়। সুতরাং আমরা দেখতে পাই যে, প্রগতি বলতে সমাজবিজ্ঞানিগণ সমাজের পূর্বাবস্থা হতে তুলনামূলকভাবে ভালো এবং সমাজকাঠামো আশানুরূপ পরিবর্তনকে বুঝে থাকেন ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আমরা উন্নতির ধাপে পৌঁছে যাবার পর যে অবস্থাকে ভবিষ্যৎ জীবনে আরো সমৃদ্ধশালী করার যে চেষ্টা করা হয় তাকেই প্রগতি বলে। কারণ সমাজে মানুষের আশার শেষ নেই। সেজন্য উন্নতিরও শেষ নেই বা স্থিরতা নেই। যদি উন্নত সমাজে শেষ হতো তা হলে সমাজ হতো স্থিতিশীল । উন্নয়নকে যখন সম্মুখে ফেলে দেয়ার আশা করা হয় তখন তাকে বলে অগ্রগতি। অগ্রগতি সাক্ষাৎ হলো প্রগতি। সুতরাং প্রগতি হলো বিবর্তন ও সামাজিক পরিবর্তনের পরিচালক।