রোমের দাসপ্রথা সম্পর্কে উল্লেখ্য দিকসমূহ লিখ।

অথবা, রোমের দাসপ্রথা বর্ণনা কর।
অথবা, রোমের দাসপ্রথা লিখ।
উত্তর৷ ভূমিকা :
আদিম সাম্যবাদী সমাজের পতনের মধ্য দিয়ে দাস সমাজের আবির্ভাব ঘটে। সমগ্র প্রাচীনকাল ধরে এ দাস সমাজ টিকে ছিল। দাসপ্রথা ছিল অত্যধিক কঠোর, অমানবিক এবং নিষ্ঠুর। দাস শ্রমকে কাজে লাগিয়ে অর্থনীতি সমৃদ্ধ করা হলেও দাসদের অমানবিক জীবনযাপন করতে হতো। সামগ্রিক বিচারে দাসপ্রথা ছিল খুবই ঘৃণিত।
রোমের দাসপ্রথা (Roman slavery) : রোমের দাসপ্রথার কতকগুলো দিক সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো :
রোমে দাসপ্রথা এমনভাবে আবির্ভূত হয়েছিল যে, পৃথিবীর অন্যত্র এরূপ দেখা যায় নি। দাসপ্রথাকে রোমের একটি সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। রোমান আইনে দাসকে মানুষের মর্যাদা প্রদান করা হয় নি। তাকে বস্তু হিসেবে গণ্য করা হতো। দাসের কোনকিছুতে কোন অধিকার ছিল না। দাসদেরকে গবাদিপশুর ন্যায় দেখাশুনা করা হতো। খ্রিস্টপূর্ব প্রথম ও
দ্বিতীয় শতকের পূর্বে রোমান আইনে দাস নিয়ন্ত্রণের জন্য কোন ধারা ছিল না। একজন সাধারণ মানুষ সামান্য ভুলভ্রান্তি করলেই তাকে দাসে পরিণত করা হতো। কর ফাঁকি দেওয়া ও সেনাবাহিনীতে যোগদানে অপারগতা প্রদর্শন, আদমশুমারিতে নাম অন্তর্ভুক্ত না করতে পারলেও তাকে দাসে
পরিণত করা হতো। এছাড়া যুদ্ধবন্দি, দাসীর গর্ভজাত সন্তানকেও দাসে পরিণত করা হতো। চুরির শাস্তি হিসেবে স্বাধীন ব্যক্তিকে দাসে পরিণত করা হতো। দাস থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনে ব্যর্থ হলেও তাকে দাসে পরিণত করা হতো। রোমের কৃষি খামারে দাসদের নিয়োগ করা হতো। বিশাল কৃষি খামারে দাসরা ছিল কৃষি শ্রমিক । রোমের কাগজ শিল্প, রঙ কারখানা প্রভৃতি ক্ষেত্রে দাসদের নিয়োগ করা হতো। দোকানপাটেও তাদেরকে নিযুক্ত করা হতো। ধনীরা আরাম আয়েশের জন্য দাস নিয়োগ করত। ধনীর প্রাসাদে বাবুর্চি, ডাকহরকরা, নায়েব, ভাঁড় প্রভৃতি পদ দাসদের জন্য ছিল। দাসরা প্রভুর মনোরঞ্জনের কাজেও ব্যবহৃত হতো। রাষ্ট্রীয় বিভিন্ন কার্যে দাসদের নিয়োগ করা হতো। দাসদের জন্য কেরানি পদ সৃষ্টি করা হয়। সরকারি পূর্ত কর্মেও দাসদের নিয়োগ করা হয়েছিল।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সমগ্র পৃথিবীর ইতিহাসে দাসপ্রথা ছিল চরম অমানবিক। একজন সাধারণ মানুষ সামান্য ভুলভ্রান্তি করে বসলেই তাকে দাসে পরিণত করা হতো এবং তার উপর অমানুষিক নির্যাতন চালানো হতো। দাসপ্রথা এতই কঠোর ছিল যে, একজন সুস্থ সবল মানুষ দাসে পরিণত হলে কয়েক বছরের মধ্যেই
মৃত্যুবরণ করত । অমানবিক এ দাসপ্রথা বেশিদিন টিকে থাকতে পারে নি