অথবা, প্রাকৃতিক দুর্যোগের সংজ্ঞা দাও।
অথবা, প্রাকৃতিক দুর্যোগ কী?
উত্তর৷ ভূমিকা : কোন সভ্য সমাজের জন্য প্রাকৃতিক দুর্যোগ একটি ভয়াবহতম পরিণতি নিয়ে আসে। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানে রয়েছে যেখানে কোন না কোন প্রাকৃতিক দুর্যোগ বিরাজমান থাকেই। আর এর মধ্যে বন্যা বাংলাদেশের জন্য একটি নিত্যনৈমিত্তিক সমস্যায় পরিণত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের পরিণতিতে বাংলাদেশ সীমাহীন সমস্যায় আক্রান্ত। বিশেষ করে অর্থনৈতিক দুরবস্থার পাশাপাশি অবকাঠামোগত বিপর্যয় নেমে আসে এ দুর্যোগের কারণে।
প্রাকৃতিক দুর্যোগ (Natural disaster) : ভৌগোলিক গঠনগত কারণে এবং প্রাকৃতিকভাবে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটে তাই প্রাকৃতিক বিপর্যয়। বন্যা, খরা, নদীভাঙ্গন, এসিড বৃষ্টি, সাইক্লোন ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের অন্তর্ভুক্ত পরিবেশ বিশেষজ্ঞগণ একে এভাবে সংজ্ঞায়িত করেছেন, “Natural disaster is an event, natural or man made, that seriously disrupts the normal functions of the civil society, thereby causing material
and human losses of such, severity that the affected community has to respond by taking exceptional measures nationally and internationally.”
উপসংহার : মূলত প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেসব ঘটনা মানুষের স্বাভাবিক জীবনধারাকে ব্যাহত করে, মানুষের সম্পদ ও পরিবেশের এমনভাবে ক্ষতিসাধন করে, যার ফলে আক্রান্ত জনগোষ্ঠীকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যতিক্রমধর্মী প্রচেষ্টার মাধ্যমে মোকাবিলা করতে হয়, তাই হলো প্রাকৃতিক দুর্যোগ বা Natural disaster.