ভিক্ষাবৃত্তি কী?

অথবা, ভিক্ষাবৃত্তির সংজ্ঞা দাও।
অথবা, ভিক্ষাবৃত্তি বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা :
বাংলাদেশ একটি দরিদ্র ও জনবহুল দেশ। এদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ৯৭৭ জন। এদেশে জনসংখ্যার ঘনত্বের ন্যায় অনেক সমস্যা রয়েছে, যা এদেশকে সমস্যাবহুল করে তুলেছে। এদেশের অনেকগুলো সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে ভিক্ষাবৃত্তি। এসব সমস্যা বর্তমানে সামাজিক সমস্যায় রূপান্তরিত হয়েছে, যা সমাজের জন্য হয়ে উঠেছে মহাঘাতক ব্যাধির ন্যায় মারাত্মক। দেশের বিপুল পরিমাণ ভিক্ষুক রাষ্ট্র ও সমাজের জন্য বোঝা, অনুৎপাদনশীল জনগোষ্ঠী এবং জাতীয় আয়ের এক বিরাট অংশ অন্ন ধ্বংসকারী। তদানীন্তন পাকিস্তানের সামাজিক অনাচার বিলোপ কমিশনের প্রতিবেদনে ভিক্ষাবৃত্তিকে মারাত্মক সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করে এটাকে সবচেয়ে বেশি স্থায়ী ও সংকটময় অবস্থা বলে বর্ণনা করা হয়েছে এবং A symptom of social disorganization হিসেবে চিহ্নিত করা হয়েছে। Brom
ভিক্ষাবৃত্তি : ভিক্ষাবৃত্তি জীবিকানির্বাহের এমন এক উপায়, যাতে বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে কোন ব্যক্তি নিজের অক্ষমতা প্রকাশ করে কোন বাধা ছাড়াই অন্যের কাছ থেকে আর্থিক করুণা লাভ করে। আর যে ব্যক্তি এরূপ করুণা পায় তাকে ভিক্ষুক বলে।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন গ্রন্থে বা অভিধানে ভিক্ষাবৃত্তিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। নিম্নে কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলো :
বাংলা বিশ্বকোষের মতে, “যে ব্যক্তি স্বীয় অভাব অন্যের নিকট প্রকাশ করে সে ভিক্ষুক। ভিক্ষুকের জীবিকানির্বাহের উপায়কেই ভিক্ষাবৃত্তি বলে।” পাকিস্তান সামাজিক অনাচার বিলোপ কমিশনের সংজ্ঞানুযায়ী, “ভিক্ষুক সাধারণত এমন ব্যক্তি যে ভিক্ষা চায় কিংবা স্বীয় অর্থনৈতিক, মানসিক ও দৈহিক অক্ষমতা প্রদর্শন করে অন্যের করুণা উদ্রেক করার জন্য নিজেকে অসহায়ভাবে উপস্থাপন করে।”
‘Dictionary of Sociology’ এর ভাষায়, “One who habitually solicits money or other goods from those not socially responsible for his maintenance, without offering anything of equivalent value in return.”
১৯৪৩ সালে বঙ্গীয় ভবঘুরে আইনানুসারে “A person found asking for alms in any public place in such condition or manner or makes it likely that such person exists by asking for aims.”
উপসংহার : উপরের সংজ্ঞাসমূহের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ভিক্ষাবৃত্তি পরনির্ভরশীল এমন এক বৃত্তি বা জীবন ব্যবস্থা, যাতে মানুষ অন্যকে কোনরূপ প্রতিদান ব্যতিরেকে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে।