অথবা, বাংলাদেশে বেকারত্বের কারণগুলো উল্লেখ কর।
অথবা, বাংলাদেশে বেকারত্বের কারণ ব্যাখ্যা কর।
অথবা, বাংলাদেশের অধিকাংশ জনগণ বেকার কেন?
উত্তর৷ ভূমিকা : তৃতীয় বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশসমূহে অন্যতম প্রধান অর্থনৈতিক ও সামাজিক সমস্যা হচ্ছে বেকার সমস্যা। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে বেকার সমস্যাকে বাংলাদেশেও একটি অন্যতম
প্রধান সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন কারণে বাংলাদেশে জনসংখ্যা খুব দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে তুলনায়
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না।
বাংলাদেশে বেকারত্বের কারণ : বাংলাদেশে বেকারত্বের বহুবিধ কারণ রয়েছে। তন্মধ্যে প্রধান প্রধান কারণগুলো নিম্নে আলোচনা করা হলো :
কৃষিখাতে বেকারত্বের কারণসমূহ : বাংলাদেশে কৃষিখাতে বেকারত্বের জন্য একাধিক কারণ দায়ী। নিম্নে বাংলাদেশে কৃষিখাতে বেকারত্বের কারণসমূহ আলোচনা করা হলো :
১. বিকল্প কর্মসংস্থানের অভাব : বিশ্বের উন্নত দেশসমূহে মানুষ তার পেশা ছাড়াও অবসর সময়ে অন্যান্য ছোট ছোট কাজের মাধ্যমে অতিরিক্ত অর্থ উপার্জন করে থাকে। কিন্তু বাংলাদেশের কৃষকরা শুধু কৃষিকাজ নিয়েই ব্যস্ত থাকে। অবসর সময়ে তারা ক্ষুদ্র বা কুটির শিল্পের মত অন্য কাজও পায় না। শিল্পকারখানার শ্রমিকদেরও একই অবস্থা বিদ্যমান।
২. জনসংখ্যাধিক্য : বাংলাদেশের শতকরা ৭৫ জন লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভর করে জীবিকানির্বাহ করছে। দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষিতে প্রয়োজনের অতিরিক্ত লোক নিয়োজিত রয়েছে। অন্য কোন কাজের সুযোগ না থাকায় একটি পরিবারের সবাই কৃষিতেই নিয়োজিত থাকে।
৩. অজ্ঞতা ও নিরক্ষরতা : বাংলাদেশের গ্রামীণ কৃষকদের অধিকাংশই নিরক্ষর। তারা কৃষিকাজ ছাড়া অন্য কাজে তেমন উপযুক্ত নয়। অন্যান্য কাজের জন্য তাদের কোন প্রশিক্ষণের ব্যবস্থাও নেই। এজন্য কৃষিকাজ ছাড়া অন্যান্য কাজের অনুপযুক্ত হওয়ায় তারা অবসর সময়টা বেকার থাকে।
৪. নারীর সামাজিক বাধা : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। কিন্তু বাংলাদেশের নারীরা সামাজিক বাধার কারণে ঘরের বাহিরে গিয়ে কাজ করার অনুমতি পায় না এবং বাহিরের কাজ সম্পর্কে তাদের তেমন কোন ধারণা নেই। যদিও বর্তমানে পূর্বের সামাজিক ও ধর্মীয় বাধাকে পাশ কাটিয়ে বাংলাদেশের নারীদের অনেকেই ঘরের বাহিরে এসে কাজের সন্ধান করছে বা কাজ করছে, তবে এ সংখ্যা খুবই নগণ্য।
৫. শিল্পোন্নয়নে অনীহা : অর্থনৈতিক এবং প্রাকৃতিক কারণে বাংলাদেশে শিল্পোন্নয়ন ঘটছে না। কিন্তু জনসংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ বর্ধিত জনসংখ্যাকে চাকরি দেওয়ার জন্য প্রয়োজনীয় শিল্পকারখানা গড়ে উঠছে না, যার কারণে বেকার সমস্যা দিনদিন তীব্রতর হচ্ছে।
৬. গতিশীলতার অভাব : শ্রমিকদের স্থবির মানসিকতাই তাদের বেকারত্বের পরিসংখ্যানকে বাড়িয়ে দিচ্ছে। জ্ঞানের অভাব, অভ্যাস, একান্ত আপনজনদের কাছে থাকার ইচ্ছা, যোগাযোগ সমস্যা প্রভৃতি কারণে শ্রমিকেরা একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার ইচ্ছা পোষণ করে না। যার কারণে বেকার সমস্যা প্রকট হচ্ছে।
উপসংহার : উপরের আলোচনার আলোকে বলা যায়, বাংলাদেশের বেকারত্ব প্রতিনিয়ত বেড়েই চলছে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে মূলত অর্থনৈতিক সমস্যর কারণেই বেকারত্ব বৃদ্ধি পায়। বেকারত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে একটি মারাত্মক অভিশাপ। বেকারত্ব দূর করার জন্য সরকারকে আন্তরিক ও সচেষ্ট হতে হবে। শুধু সরকারই নয়, সকলের সম্মিলিত চেষ্টাই বেকারত্বকে রুখতে পারে।