অথবা, বেকারত্বের সংজ্ঞা দাও।
অথবা, বেকারত্ব বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা : তৃতীয় বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশসমূহে অন্যতম প্রধান অর্থনৈতিক ও সামাজিক সমস্যা হচ্ছে বেকার সমস্যা। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে বেকার সমস্যাকে বাংলাদেশেও একটি অন্যতম
গ্রধান সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন কারণে বাংলাদেশে জনসংখ্যা খুব দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে তুলনায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না।
বেকারত্ব : বিভিন্ন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ বেকারত্ব সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেছেন। তবে অধিকাংশ অর্থনীতিবিদদের ধারণায় বেকারত্ব বলতে এমন একটি অবস্থাকে বুঝায়, যাতে প্রচলিত মজুরিতে কর্মক্ষম শ্রমিকরা কাজ করতে ইচ্ছুক হওয়া সত্ত্বেও তাদের যোগ্যতানুযায়ী কাজ পায় না। বেকারত্ব বলতে এখানে অনিচ্ছাকৃত বেকারত্বকেই বুঝানো হয়েছে। অধ্যাপক পিশু বলেছেন, “ঐ অবস্থাকেই বেকারত্ব বলা হয়, যখন কর্মক্ষম ব্যক্তির ইচ্ছা থাকা সত্ত্বেও যোগ্যতানুযায়ী কাজ পায় না।” এখানেও বেকারত্ব বলতে অনিচ্ছাকৃত বেকারত্বের কথাই বলা হয়েছে, তবে বেকারত্ব ইচ্ছাকৃতও হতে পারে। অনেক বিত্তবান লোকের সন্তান আছে, যারা কর্মক্ষম হওয়া সত্ত্বেও কাজ না করে পৈতৃক সঞ্চিত সম্পদ ভোগ করে আলস্যে জীবন অতিবাহিত করে। এরূপ স্বেচ্ছাকৃত কর্মবিমুখতাকে বেকারত্ব বলা হয় না। আবার শিশু, বৃদ্ধ এবং মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তি, যারা কোন কাজ করতে পারে না, বেকার অবস্থায় জীবন কাটিয়ে দেয় তাদের এ
অবস্থাকে প্রকৃত বেকারত্ব বলা হয় না। অন্যদিকে, কিছুসংখ্যক লোক যারা যে কাজের যোগ্যতা অপেক্ষা নিকৃষ্ট ধরনের কাজে নিযুক্ত থাকে তাদেরকে অর্ধবেকার বলা হয়। তাছাড়া কোন কর্মক্ষম লোকের মোট কর্মহীন দিবস যদি কর্ম দিবসের চেয়ে বেশি হয়, তবে ঐ অবস্থাকেও অর্ধবেকারত্ব হিসেবে চিহ্নিত করা যায়। অর্থনীতিতে বেকারত্ব বলতে প্রকৃতপক্ষে অনিচ্ছাকৃত বেকারত্বকেই বুঝায়।
উপসংহার : উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা চলে, বাংলাদেশের বেকার সমস্যার প্রকৃতি ও পরিধি ব্যাপক বিস্তৃত। বেকারত্বের মূল কারণ হলো অর্থনৈতিক সমস্যা। স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলো বেকারত্ব দূরীকরণ অনস্বীকার্য। শুধু সরকারই নয় সকলের মহৎ চেষ্টার মাধ্যমেই বেকারত্ব লাঘব করা যায়।