অথবা, সমাজ গবেষণায় সামাজিক জরিপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
অথবা, সমাজ গবেষণায় সামাজিক জরিপের তাৎপর্য উল্লেখ কর।
অথবা, সমাজ গবেষণায় সামাজিক জরিপের গুরুত্ব উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : আধুনিককালে প্রচলিত জটিল সমাজব্যবস্থাকে সঠিক জানতে হলে জরিপ পদ্ধতি বিশেষ গুরুত্ব
পালন করে থাকে। সামাজিক, অর্থনৈতিক, চিকিৎসা, বাজার ও বিপণন, সমষ্টিগত জনমত, রাজনৈতিক, গণযোগাযোগ ও
সাংবাদিকতা ইত্যাদি ক্ষেত্রে এটি সফল ভূমিকা পালন করে যাতে সামাজিক গবেষণা অনেক সহজ হয়ে যায়।
সমাজ গবেষণায় সামাজিক জরিপের ভূমিকা : নিম্নে সমাজ গবেষণায় সামাজিক অগ্নিপের ভূমিকা
আলোচনা করা হলো :
১. উন্নয়ন কর্মসূচি প্রণয়ন : জরিপের মাধ্যমে একটি অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন বিষয়ে তথ্য
সংগ্রহ করে থাকে, যা দ্বারা এসব সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। এসব কাজ সঠিকভাবে করতে হলে সে
অঞ্চলের সম্পদ সম্পর্কে ধারণা থাকা উচিত। জরিপ পদ্ধতিতে এ ধারণা সুন্দরভাবে প্রদান করতে পারে ।
২. বাজার গবেষণা : উৎপাদিত দ্রব্যের চাহিদা বৃদ্ধি এবং দ্রব্য বাজার সৃষ্টি করার জন্য এবং উৎপাদকগণ তাদের
দ্রব্যের প্রতি ক্রেতাদের আরচণ পরীক্ষার জন্য বাজার গবেষণা পরিচালনা করেন। এর তথ্যসংগ্রহের ক্ষেত্রে জরিপ পদ্ধতি
কার্যকর ভূমিকা পালন করে। জরিপ কাজ পরিচালনার পর দ্রব্যের গুণগত মানের সঠিক অবস্থা জেনে তার পরিবর্তন সাধন
করে ক্রেতাদের আগ্রহ বাড়ানো যায়।
৩. সামাজিক পরিকল্পনার ক্ষেত্রে : সামাজিক জরিপ সামাজিক উন্নয়নের পূর্বশর্ত। যে কোন উন্নয়নশীল দেশের
সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে। জরিপ পদ্ধতির দ্বারা সমাজের বাস্তব বিশ্লেষণ করে সমাজকে
উন্নয়নের ধারায় অধিষ্ঠিত করা হয়।
৪. জাতীয় নীতিনির্ধারণ : জাতীয় নীতিনির্ধারণের ক্ষেত্রে জরিপ পদ্ধতি বেশ গুরুত্বের দাবিদার। রাষ্ট্রের জনগণের
মতামত যাচাইয়ের জন্য জরিপ কাজ চালানা করা হয়। সরকারি কোন নীতিনির্ধারণ ও বাস্তবায়নে জনগণের কতটুকু আস্থা
আছে তা জরিপ পদ্ধতির মাধ্যমে জানা যায় ।
৫. সামাজিক জরিপ : সামাজিক জরিপের মাধ্যমে শিল্প, স্বাস্থ্য, বাসস্থান, পুষ্টি, জনসংখ্যা, অপরাধপ্রবণতা ইত্যাদি
বিষয় সম্পর্কে ধারণা লাভ করে তার সমাধানের পথ খুঁজে পান।
উপসংহার : উপর্যুক্ত আবোচনা থেকে বলা যায় যে, জরিপ পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সমাজ
গবেষণার ক্ষেত্রে তথ্যসংগ্রহের অন্যতম কৌশল হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি; যা গবেষণার পথকে আরো
শক্তিশালী করে থাকে। বর্তমানে এ পদ্ধতি সমাজ গবেষণায় অতি মাত্রায় ব্যবহৃত হচ্ছে; যা একটি দেশের সার্বিক উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।