শ্রেণী বা শ্রেণি ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ কর?

অথবা, শ্রেণি বা শ্রেণি ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ লিখ।
অথবা, শ্রেণি বা শ্রেণি ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কী কী?
অথবা, শ্রেণি বা শ্রেণি ব্যবস্থার বৈশিষ্ট্য নিরূপণ কর।
উত্তর৷ ভূমিকা :
শ্রেণি বলতে আমরা বুঝি যে, কোন এক মূল্যবোধের উপর নির্ভরশীল একটি জনগোষ্ঠী যা অন্যান্য জনগোষ্ঠী হতে আলাদা। সমাজে বিভিন্ন কারণে শ্রেণির উৎপত্তি ও বিকাশ হয়েছে। প্রকৃতপক্ষে, শ্রেণিবিভাগের মূল কারণ অনুসন্ধান করা কষ্টসাপেক্ষ।
শ্রেণি ব্যবস্থার বৈশিষ্ট্য : শ্রেণি ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে নিম্নে আলোচনা করা হলো : প্রথমত, শ্রেণি হলো সমমর্যাদাসম্পন্ন গোষ্ঠী। ভিন্ন ভিন্ন কাজের উপর ভিত্তি করে বিভিন্ন মর্যাদাগোষ্ঠী স্তরবিন্যাস
সমাজে দেখা যায়। দ্বিতীয়ত, শ্রেণির অন্যতম বৈশিষ্ট্য হলো সামাজিক সচলতা। সমাজস্থ মানুষ নিজের কর্মক্ষমতা, গুণাবলি ও দক্ষতার
মাধ্যমে এক শ্রেণি থেকে অন্য শ্রেণির পর্যায়ে পৌঁছাতে পারে। আবার শ্রেণি ক্ষমতা লোপ পেতেও পারে। বস্তুত এটি অর্থনৈতিক অবস্থা ও কর্মক্ষমতার উপর নির্ভরশীল। তৃতীয়ত, শ্রেণি হলো একটি সর্বজনীন প্রপঞ্চ । বিশ্বের সকল সমাজে শ্রেণি ব্যবস্থা দেখা যায়। এটি কেবল সেখানেই অনুপস্থিত, যে সমাজ সহজ সরল বা আদিম সমাজ। চতুর্থত, শ্রেণি ব্যবস্থার মর্যাদা নির্ধারিত থাকে না, বরং তা অর্জন করতে হয়। কোন ব্যক্তির অর্জনই তার মর্যাদা নির্ধারণ করে থাকে। শ্রেণি ব্যবস্থা একজন ব্যক্তির নিজস্ব মর্যাদা পরিবর্তন যা উন্নত করতে সুবিধা প্রদান করে। পঞ্চমত, সামাজিক শ্রেণি মোটামুটি একটি স্থিতিশীল গোষ্ঠী। এটি কোন একটি জনতা বা উচ্ছৃঙ্খল জনতার ন্যায় কোন অস্থায়ী বা অস্থিতিশীল গোষ্ঠী নয় । ষষ্ঠত, সমাজের মধ্যে প্রত্যেক সামাজিক শ্রেণিরই একটি নিজস্ব মর্যাদা আছে। এ মর্যাদা খ্যাতি বা যশের সাথে সম্পর্কিত। এ কারণেই প্রত্যেক সমাজেই শাসক বা ধনিক শ্রেণির গরিব বা সাধারণ শ্রেণির তুলনায় মর্যাদা খ্যাতি উপভোগ
করে থাকে বেশি।
উপসংসহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, শ্রেণি ব্যবস্থায় সামাজিক অসমতার একটি চিত্র সুস্পষ্টভাবে ফুটে উঠে। মূলত শ্রেণি হলো কোন এক মূল্যবোধের উপর নির্ভরশীল একটি জনগোষ্ঠী, যা অন্যান্য
জনগোষ্ঠী হতে আলাদা।

https://topsuggestionbd.com/%e0%a6%b7%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/