কেস রেকর্ডের সুবিধা উল্লেখ কর।

অথবা, কেস রেকর্ডের সুবিধাগুলো তুলে ধর।
অথবা, কেস রেকর্ডের সুবিধাগুলো কি কি?
অথবা, কেস রেকর্ডের উপকারিতাগুলো কি কি?
উত্তর।৷ ভূমিকা :
ব্যক্তি সমাজকর্মে সমাজকর্মীর একটি অন্যতম দায়িত্ব হলো রিপোর্ট ও নথি লিপিবদ্ধকরণ ।সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে সমস্যাগ্রস্ত ব্যক্তি তার জীবন ইতিহাস, আর্থসামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, তার সমস্যা, সমস্যার কারণ, প্রকৃতি ইত্যাদি তথ্যাবলি লিপিবদ্ধ করা হয়। তাই এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ।
কেস রেকর্ডের সুবিধা : কেস লিপিবদ্ধকরণের কিছু সুবিধা রয়েছে। যেমন :
১. প্রকৃতিগত দিক থেকে একটি মুক্ত ও নমনীয় প্রকৃতির,
২. বিষয়বস্তুর ধারাবাহিক, সুস্পষ্ট ও সুবিস্তৃত উপস্থাপন করা হয়।
৩. সহজে তুলনামূলক আলোচনা (সাহায্যার্থীর পূর্বের অবস্থার সাথে বর্তমানে) করা যায়।
৪. সাহায্যার্থীর শুরু থেকে শেষ অবধি যাবতীয় বিষয় এতে নথিভুক্ত করা হয়
৫. সাহায্যার্থীর সমস্যা সমাধানের প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া যায়।
৬. নথিভুক্ত বিষয় পাঠ করে যে কেও সমস্যা সমাধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায় ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় কেস রেকডিং তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। যার মাধ্যমে সাহায্যার্থীর যাবতীয় বিষয় লিখে সংরক্ষণ করা হয় এবং সমস্যার কার্যকর সমাধানে তা সহায়ক ভূমিকা পালন করে।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a8/