অথবা, পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যে কী কী পার্থক্য রয়েছে? কোন ধরনের
পরিবারকে তুমি প্রাচীন বলে মনে কর? তোমার বক্তব্যের সপক্ষে লিখ।
উত্তর৷ ভূমিকা : পরিবার সমাজের অন্যতম মৌলিক এবং ক্ষুদ্রতম সংগঠন। পরিবার মানুষের সংঘবদ্ধ জীবনের সর্বজনীন রূপ। পরিবার একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পরিবারের বাইরে কোন মানুষ সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে না। তাই পরিবার ব্যবস্থা যদিও বিভিন্ন রূপলাভ করে, তথাপি পরিবারের মূল আদর্শ কখনো নষ্ট হবে না।
পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার :
১. পিতৃতান্ত্রিক পরিবার : যখন একটি পরিবারে সামগ্রিক দায়িত্ব, কর্তব্য এবং সর্বময় কর্তৃত্ব পরিবারের বয়স্ক পুরুষ বা পিতা কিংবা স্বামীর হাতে ন্যস্ত থাকে তাকেই পিতৃতান্ত্রিক পরিবার বলে ।
২. মাতৃতান্ত্রিক পরিবার : যখন একটি পরিবারের সামগ্রিক দায়িত্বভার, কর্তৃত্ব একজন মহিলার উপর ন্যস্ত থাকে তাকে মাতৃ পরিবার বলে। যেমন-গারো সমাজের কথা উল্লেখ করা যায়। পরিবারের সর্বময় কর্তৃত্ব নিয়ে গঠিত পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। তা নিম্নের ছকে উপস্থাপন করা হলো :
পিতৃতান্ত্রিক পরিবারঃ
১.যে পরিবারে পিতা, স্বামী বা বয়স্ক পুরুষ ব্যক্তি সর্বময়কর্তৃত্বের অধিকারী তাকে পিতৃতান্ত্রিক পরিবার বলে ।
২.রোমান সমাজসহ বাংলাদেশের সমাজব্যবস্থায় এমনকিবিশ্বের অধিকাংশ সমাজে এ পরিবার ব্যবস্থা প্রচলিত আছে।
৩.সন্তানের বংশ পরিচিতি পুরুষ তথা পিতার দ্বারা নির্ধারিত হয়।
৪.সন্তানের উত্তরাধিকারী, প্রাপ্ত সম্পদ বা সম্পত্তি প্রভৃতি পিতার দ্বারা নির্ণীত হয়।
৫. পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা বেশি প্রচলিত।
এ পরিবার ব্যবস্থায় যাবতীয় নীতিনির্ধারণ ও কর্তৃত্ব পিতাই ঠিক করেন।
মাতৃতান্ত্রিক পরিবারঃ
১.যে পরিবারে মাতা বা বয়স্ক মহিলা সর্বময় কর্তৃত্বের অধিকারিণী তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে ।
২.বাংলাদেশের গারো সমাজে এ পরিবার প্রথা দেখা যায়।
৩.সন্তানের বংশপরিচয় বা বংশগতি প্রক্রিয়া মায়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
৪.উত্তরাধিকারী নীতি মায়ের ভাইয়ের দ্বারা নির্ণীত হয়। এ পরিবার ব্যবস্থা বর্তমান বিশ্বে বিরল।
৫.এ পরিবার ব্যবস্থায় মহিলাই প্রধান। তিনিই সবকিছু নীতিনির্ধারণ করেন।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, পরিবার সমাজের অন্যতম মৌলিক ও ক্ষুদ্রতম সংগঠন। পরিবার মানুষের সংঘবদ্ধ জীবনে সর্বজনীনস্বরূপ। পরিবারের যদিও বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তার মধ্যে মাতৃতান্ত্রিক ও পিতৃতান্ত্রিক পরিবারের ভূমিকা লক্ষ্য করা যায়। বর্তমান সমাজে পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা প্রচলিত
রয়েছে। তবে গারো উপজাতিদের মধ্যে আমরা মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা লক্ষ্য করিতে পারি। সুতরাং পরিশেষে বলা
যায় যে, বর্তমান সমাজব্যবস্থায় পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তাই মাতৃতান্ত্রিক পরিবারের
চেয়ে পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায়ই উত্তম।