অথবা, অর্থব্যবস্থা বলতে কী বুঝ?
অথবা, অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তর৷ ভূমিকা : আধুনিক যুগে প্রতিটি রাষ্ট্রই তার অর্থনৈতিক ব্যবস্থার কাঠামোসহ পুরো ব্যবস্থার উপর খুবই গুরুত্বারোপ করে থাকে। কেননা অর্থনীতিই একটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি। অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হলেও পুঁজিবাদী ও সমাজতন্ত্রবাদী অর্থব্যবস্থাই বিশ্বে সবচেয়ে বেশি প্রচলিত। তবে পুঁজিবাদ ও সমাজতন্ত্রবাদ সম্পূর্ণ বিপরীতধর্মী দুটি রাষ্ট্রীয় ও অর্থনৈতিক সমাজব্যবস্থা, বিভিন্ন দিক থেকে এদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় ।
অর্থব্যবস্থা : যেসব প্রতিষ্ঠানগত কাঠামো ও অর্থনৈতিক পরিবেশের দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে ‘অর্থব্যবস্থা’ বা ‘অর্থনৈতিক ব্যবস্থা’ বলা হয়। অর্থনীতিবিদ G. Grossman এর ভাষায়, “The set of institutions hat characterizes a given economy comprises its economic system.” মানুষ যে সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের মধ্যে বসবাস করে তাদের দ্বারাই মানুষের সকল অর্থনৈতিক কার্যাবলি অর্থাৎ উৎপাদন,
ভোগ, বিনিময় ও বণ্টন প্রভৃতির প্রকৃতি ও পদ্ধতি নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অর্থব্যবস্থা প্রচলিত আছে। এগুলোকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। যথা পুঁজিবাদ বা ধনতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামি অর্থব্যবস্থা।