পরিবার সম্পর্কে মর্গানের বিবর্তনবাদী মতবাদের সমালোচনা লিখ ।

অথবা, সমালোচনাসহ পরিবার সম্পর্কে বিবর্তনবাদমূলক মতবাদ আলোচনা কর।
অথবা, পরিবারের চারটি কার্যাবলি উল্লেখ কর।
অথবা, পরিবারের চারটি কার্যাবলি লিখ
উত্তর৷৷ ভূমিকা :
১৮৭৭ সালে মর্গানের আলোড়ন সৃষ্টিকারী ‘Ancient Society’ গ্রন্থটি প্রকাশিত হয়। এ গ্রন্থে তিনি মানবসমাজের বিবর্তনকে তিনটি শাখায় বিভক্ত করেছেন। যথা : (১) আদিম সমাজ, (২) বর্বর যুগ ও (৩) সভ্যতার যুগ। বিবর্তনের ধারায় তিনি পাঁচ ধরনের পরিবারের কথা বলেছেন। এদের একটির সাথে অন্যটির সামঞ্জস্য বা কোন
প্রকার মিল নেই । এ পরিবারগুলো প্রতিটিই স্বতন্ত্র।
সমালোচনা : বিবর্তনবাদী চিন্তাবিদ ও নৃবিজ্ঞানী হেনরি লুইস মর্গান বিবর্তনবাদের আলোকে পরিবারের প্রকারভেদ করেন কিন্তু অনেকে তার সাথে একমত নন। বিশেষ করে যারা ক্রিয়াবাদী নৃবিজ্ঞানী তারা। তারা বলেছেন যে, ভাইবোনের মধ্যে বিবাহটি মর্গানের অবাস্তব কল্পনা। এ সম্পর্কে তিনি কোন ঐতিহাসিক প্রমাণ দিতে পারেন নি। নৃবিজ্ঞানী ম্যালিনস্কি বলেছেন, “প্রকৃতিতে আমরা দেখি যে, পশুপাখি এক জোড়ার মধ্যে যৌন সঙ্গম করে এবং একসাথে ঘুরে বেড়ায়।” ফলে মর্গানের তত্ত্বটি বিশ্বাসযোগ্যতা হারায়। তবে একটি বিষয় লক্ষণীয় যে, বিবর্তনবাদী দৃষ্টিভঙ্গিতে পরিবারের ব্যাখ্যা করতে গিয়ে মর্গান প্রাচীন কাল থেকে
বর্তমান পর্যন্ত পরিবারের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত গবেষণা করেছেন, যা তার মতবাদকে আরো সুদৃঢ় করেছে।
উপসংহার : পরিশেষে বলা চলে যে, পরিবারকে সামাজিক সংগঠন হিসেবে অস্বীকার করা চলে না, এমন কোন সমাজব্যবস্থা ছিল না, যেখানে কোন পরিবার ছিল না। অর্থাৎ সকল সমাজেই পরিবার ছিল। তবে পরিবারের প্রকারভেদ লক্ষ্য করা যায়। মর্গান পরিবারের প্রভেদ করেছেন বিবর্তনের নীতি অনুসরণ করে। আর এজন্য তিনি বিবর্তনবাদী নৃতত্ত্ববিদ হিসেবে পরিচিত।