হেনরি লুইস মর্গান এর পরিচয় তুলে ধর।

অথবা, হেনরি লুইস মর্গান এর পরিচয় দাও।
অথবা, হেনরি লুইস মর্গান কে ছিলেন।
উত্তর৷ ভূমিকা :
হনরি লুইস মর্গান একজন প্রথিতযশা সমাজবিজ্ঞানী। তিনি পরিবার সম্পর্কে দীর্ঘদিন গবেষণা করেন এবং এ সম্পর্কে গুরুত্বপূর্ণ মত দেন।
মর্গানের পরিচয় : হেনরি লুইস মর্গান ১৮১৮ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের অরোরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকার বিবর্তনবাদী নৃবিজ্ঞানের জনক। প্রথমে তিনি ক্যাযুগা একাডেমিতে এবং পরবর্তীতে ১৮৪০ সালের দিকে ইউনিয়ন কলেজ থেকোতক ডিগ্রি লাভ করেন। তিনি অরোরায় আইন বিষয়ে চার বছর অধ্যয়ন করেন এবং এটর্নি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছিলেন বিদ্যোৎসাহী ব্যক্তি। তিনি ব্যক্তিগত জীবনে শুধু অধ্যয়ন ও গবেষণা নিয়ে জীবন অতিবাহিত করেন নি, তিনি অনেকগুলো ক্লাব ও সমিতির সাথে যুক্ত ছিলেন। মর্গানের ধর্মের প্রতি অনুরাগ ততটা জোরালো নয় । মূলত তার ছিল বিজ্ঞানমনস্কতা, যেটির প্রমাণ পাওয়া যায় তার বিবর্তনবাদী মতবাদের সমর্থন দানে । তিনি যদিও রাজনৈতিক জীবনে হুইপ পার্টির সদস্য ছিলেন, তবুও পরবর্তীতে রিপাবলিকান দলে যোগদান করেন। একটি বিষয় লক্ষণীয় যে, তার বেড়ে উঠার আশেপাশে ছিল ইরোকোয়া জাতির বসবাস। এ উপজাতিদের জীবনযাত্রা সম্পর্কে জানার জন্য তার ছিল অদম্য ইচ্ছা। পরবর্তীতে তিনি এ সম্পর্কে ব্যাপকভাবে নৃতাত্ত্বিক গবেষণা করেন। তার উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে রয়েছে “লীগ অব ইরোকোয়া”, “সিস্টেম অব কনস্যাঙ্গুইনিটি অ্যান্ড এফিনিটি অব দ্যা হিউম্যান ফ্যামিলি”
ও “এনসিয়েন্ট সোসাইটি” উলেখযোগ্য।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, তিনি একজন ব্যবসায়ী হলেও ১৮৬২ সালের দিকে তা ত্যাগ করেন। অবশেষে ১৮৮১ সালে এ মহান চিন্তাবিদ মৃত্যুবরণ করেন। তিনি বিবর্তনবাদ বিষয়ে তার বক্তব্য তুলে ধরে ব্যাপকভাবে আলোচিত হন।