অথবা, পরিবার কী?
অথবা, পরিবার কাকে বলে?
অথবা, পরিবারের সংজ্ঞা দাও।
উত্তর৷ ভূমিকা : পরিবার হলো সবচেয়ে মৌলিক ও প্রাচীন সামাজিক সংগঠন। মানুষকে যেমন সমাজ ছাড়া কল্পনা করা যায় না, তেমনি সমাজকে পরিবার ছাড়া কল্পনা করা যায় না। বলা হয়ে থাকে যে, সমাজের সবচেয়ে মৌলিক ইউনিট হলো পরিবার। পরিবারের বাইরে সামাজিক জীবনযাপন মানুষের পক্ষে সম্ভব হয় না।
পরিবারের সংজ্ঞা : সাধারণত পরিবার বলতে আমরা বুঝি বিবাহ বন্ধনের মাধ্যমে একজন পুরুষ ও একজন স্ত্রীলোক যৌথভাবে বসবাস করার একটি সংগঠন। আবার অনেকে বলেছেন, পরিবার যৌথ সম্পর্ক দ্বারা গঠিত এমন একটি নির্দিষ্ট জুটি, যা পর্যাপ্ত সুযোগ প্রদান করে সন্তান প্রজনন এবং প্রতিপালনের। সুতরাং স্বামী এবং স্ত্রীর বন্ধন দ্বারাই পরিবারের সৃষ্টি।
উৎপত্তিগত অর্থ : পরিবার শব্দটি এসেছে ল্যাটিন ‘Famulas’ থেকে, যার অর্থ রোমান আইন ব্যবস্থায় উৎপাদক ও ক্রীতদাস গোষ্ঠী, ভৃত্য ও অভিন্ন বংশ বা বিবাহ সূত্রে সম্পর্কিত অন্যান্য সদস্য।
প্রামাণ্য সংজ্ঞা : পরিবার সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন : সামাজিক নৃবিজ্ঞানী ম্যালিনস্কি (Malinowski) এর মতে, “পরিবার হচ্ছে এমন একটি চুক্তি যার মূল লক্ষ্য হলো সন্তানসন্ততি উৎপাদন ও লালনপালন।” সমাজবিজ্ঞানী এম. এফ. নিমকফ (M. F. Nimkoff) এর মতে, “পরিবার মোটামুটিভাবে স্বামী এবং স্ত্রী দ্বারা সৃষ্ট একটি
সংঘ, যেখানে সন্তান সন্ততি থাকতেও পারে আবার নাও থাকতে পারে।” (Family is a more or less durable association
of husband and wife with or without children or of a man or woman alone or with children.)
সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ (MacIver and Page) এর মতে, “পরিবার হলো এমন একটি গোষ্ঠী যেখানে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক রয়েছে এবং সন্তানাদির জন্মদান লালনপালনের ক্ষেত্রে যথেষ্ট সুস্পষ্ট ও স্থায়ী।”
এলিয়ট ও মেরিল (Elit & Merrill) পরিবারের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, “পরিবার হলো স্বামী, স্ত্রী এবং সন্তানসন্ততি দ্বারা গঠিত একটি জৈবিক সামাজিক একক।” ডেভিড পপেনো (Devid Popenoe) এর মতে, “পরিবার হলো জ্ঞাতিভিত্তিক গোষ্ঠী যারা এক সাথে বসবাস করে এবং অর্থনৈতিক বা অন্যান্য উদ্দেশ্য সাধনের নিমিত্তে সহযোগিতামূলক একক হিসেবে কাজ করে।” লুসি মেয়র (Lucy Maire) এর মতে, “The family is the institution within the cultural tradition of.a society is handed down to the new generation.”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, পরিবার হলো একটি সামাজিক সংগঠন যা দ্বারা পুরুষ ও স্ত্রীলোক যুক্তিযুক্তভাবে একতাবদ্ধ হয়ে সন্তান প্রসবের সুযোগ প্রদান করে এবং রক্ত সম্পর্কের মাধ্যমে পরস্পর পরস্পরের বন্ধনে আবদ্ধ থাকে।